1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবারে ঠাঁই নেই মুসলিম ও ইহুদিদের

৩০ মে ২০১৮

নতুন এক জরিপ বলছে, ইহুদি ও মুসলিমদের পরিবারের সদস্য হিসেবে মানতে নারাজ ইউরোপের অনেক অধিবাসী৷ এমনকি জার্মানরাও৷

https://p.dw.com/p/2ydfj
ছবি: picture alliance /Godong/Robert Harding

গবেষণা বলছে, প্রতি তিনজনের একজন জার্মান কোনো মুসলমানকে এবং পাঁচ জনের একজন কোনো ইহুদিকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে নারাজ৷

মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টার প্রকাশিত এই গবেষণাটি এমন একটি সময় প্রকাশিত হলো যখন মুসলিমইহুদিবিরোধী মনোভাব জার্মানিতে বাড়ছে৷

যাদের নিয়ে জরিপ করা হয়েছে, তাদের ১৯ ভাগ জানিয়েছেন যে, তারা কোনো ইহুদিকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন না৷

ইউরোপের ১৫টি দেশে গবেষণাটি চালানো হয়েছে৷ সেখানে ইহুদিবিরোধী মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে ইটালিতে (২৫ ভাগ)৷ এরপর ব্রিটেনে (২৩ ভাগ) একং অস্ট্রিয়ায় (২১ ভাগ)৷ সবচেয়ে কম পাওয়া গেছে নেদারল্যান্ডস ও নরওয়েতে (৩ ভাগ)৷

অন্যদিকে, পরিবারে মুসলিম সদস্য গ্রহণ করতে অনীহা দেখিয়েছেন জরিপের আওতাধীন ৩৩ ভাগ জার্মান৷ ইটালি (৪৩ ভাগ), ব্রিটেন (৩৬ ভাগ) ও অস্ট্রিয়া (৩৪ ভাগ) এক্ষেত্রেও এগিয়ে৷

জার্মান ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে এই পরিসংখ্যানে ব্যাপক ফারাক দেখা গেছে৷ ক্যাথলিকদের অর্ধেকেরও বেশি মুসলিমদের পরিবারে নিতে নারাজ৷ অন্যদিকে, প্রটেস্ট্যান্টদের ১৬ ভাগ মাত্র মুসলিমদের প্রতি অনীহা দেখিয়েছেন৷

সার্বিকভাবে ফলাফলে দেখা গেছে, ধর্মচর্চা করুক আর না করুক খ্রিস্টান ধর্মাবলম্বীরা, যারা ধর্ম মানেন না, তাদের চেয়ে বেশি মুসলিম, ইহুদি ও অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব দেখিয়েছেন৷

Infografik Most Western Europeans are non-practicing Christians EN

জেডএ/এসিবি (এপি, ডিপিএ)