1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে ছুরি হামলায় দুইজন নিহত

২৩ আগস্ট ২০১৮

প্যারিসের উপকণ্ঠ ট্রাপেসে এক ব্যক্তি নিজের মা ও বোনকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে৷ পুলিশের গুলিতে নিহত হয়েছে আক্রমণকারী৷

https://p.dw.com/p/33dBZ
ছবি: Reuters/P. Wojazer

ফ্রান্সের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরের শহরে ঘটা এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ৷ আহত ব্যক্তি পথচারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

আক্রমণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ৷ এ বিষয়ে তদন্ত চলছে৷ অভিযান শেষ জানিয়ে টুইট করেছে তারা৷

নিরাপত্তাবাহিনীর দ্রুত তৎপরতায় ব্যবস্থা গ্রহণের প্রশংসা জানিয়ে টুইট করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্ড কোলোম্ব৷

এদিকে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)৷ তাদের দাবি, হামলাকারী আইএসের সদস্য ছিল৷ তবে দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখায়নি জঙ্গি গোষ্ঠীটি৷

সম্পদশালী এলাকা ভার্সাইয়ের পাশেই অবস্থিত অপেক্ষাকৃত দরিদ্র শহর ট্রাপিস৷ ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে প্রায়ই নানা ধরনের সহিংসতার খবর পাওয়া যায়৷

এডিকে/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য