1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্ড ছবি ‘স্কাইফল’

৩০ আগস্ট ২০১২

গ্রীষ্মের পর হলিউডে আসছে শরৎ৷ সেই সঙ্গে আসছে নতুন নতুন সব ছবি৷ জেমস বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে এ বছর৷ সে উপলক্ষ্যে নভেম্বরের ৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ড্যানিয়েল ক্রেগের তৃতীয় বন্ড ছবি ‘স্কাইফল’৷

https://p.dw.com/p/1605O
ছবি: dapd

হরর মুভি ‘প্যারানরমাল অ্যাকটিভিটি' সিরিজের চতুর্থ ছবিটি আসছে অক্টোবরের ১৯ তারিখে৷ এছাড়া আরও যেসব হরর মুভি এবার দর্শক টানতে পারে সেগুলো হলো ‘দ্য হাউজ অ্যাট দি অ্যান্ড অফ দি স্ট্রিট', ‘সিনিস্টার' ‘হোটেল ট্রান্সসিলভ্যানিয়া' ইত্যাদি৷

বছরের এই সময়টায় অস্কার দৌড়ে থাকতে পারে এমন ছবিও মুক্তি পেয়ে থাকে৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না৷ অস্কারের জন্য সবচেয়ে আলোচিত হচ্ছে যে ছবিটি তার নাম ‘দি মাস্টার'৷ পঞ্চাশের দশকের পটভূমিতে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ১৪ই সেপ্টেম্বর৷

১৯৭৯ সালে ছয় মার্কিন কূটনীতিকের মুক্তির মিশনের কাহিনি নিয়ে তৈরি ছবি ‘আর্গো' আসছে ১২ই অক্টোবর৷

এছাড়া ‘জুরাসিক পার্ক'খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিয়ে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জীবনিভিত্তিক ছবি ‘লিংকন'৷ এটা মুক্তি পাবে নভেম্বরের ৯ তারিখে, যেদিন মুক্তি পাবে বন্ড মুভি স্কাইফল'ও৷

টম হ্যাঙ্কস আর হ্যালি বেরি'র ছবি ‘ক্লাউড অ্যাটলাস' মুক্তি পাবে অক্টোবরের ২৬ তারিখে৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য