1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ এবার হংকং বিমানবন্দরে

৯ আগস্ট ২০১৯

চীন শাসনে থাকা হংকংয়ের বিমানবন্দরে তিন দিনের বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা৷ বিদেশি অতিথিদের চলমান ঘটনা জানাতে হাজির হয়েছেন বিক্ষোভকারীরা৷ তবে বিমান বন্দরে স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা দেয়নি আন্দোলনকারীরা৷

https://p.dw.com/p/3NePP
Anti-Extradition Protest In Hong Kong International Airport
ছবি: picture-alliance/NurPhoto/V. Yuen

মিছিল ও সমাবেশে পুলিশি হামলার অভিযোগে স্বাধীন তদন্ত, বিতর্কিত প্রত্যর্পণ বিল সম্পূর্ণ প্রত্যাহার এবং হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লামের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা৷ শুক্রবার, আন্দোলনের ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব নিয়ে ব্যবসায় নেতাদের সঙ্গে বৈঠক করেন কেরি লাম৷

পরে সংবাদ সম্মেলনে আন্দোলন থেকে সরে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি৷ একইসঙ্গে সহিংসতা বন্ধেও অনুরোধা জানান হংকংয়ের প্রধান নির্বাহী৷ তিনি বলেন, ‘‘আমাদের ভিন্ন মত আলাদা রাখা উচিত, যাতে হংকংয়ের পরিস্থিতি আরো অবনতি না হয়৷''

এ সপ্তাহের শুরুতে বিক্ষোভকারীদের ‘আগুন নিয়ে খেলা বন্ধ' করার হুঁশিয়ারি দেয় চীন৷

বিমানবন্দরে যা হচ্ছে

সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত বিমান বন্দরে অবস্থানের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা৷ কেরি লাম ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় লেখা ব্যানার-পোস্টার উঁচিয়ে প্রতিবাদ জানাচ্ছের তাঁরা৷ তবে কর্তৃপক্ষ এখনও ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে৷ আন্দোলনও শান্তিপূর্ণভাবে চলছে৷ বিদেশ থেকে আগত যাত্রীদের কোনো প্রকার ঝামেলা হচ্ছে না৷ তবে ঘটনাস্থলে এখনও হাজির হয়নি পুলিশ৷ এদিকে, আন্দোলন জমিয়ে তুলতে ‘স্বাধীনতার পথে হংকং' লিখে বোর্ডিং পাস বানানো হচ্ছে৷ বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত প্রতিবাদ কর্মসূচি হরেও এতে কোনো প্রকার ঝামেলা হচ্ছে না৷

Anti-Extradition Protest In Hong Kong International Airport
ছবি: picture-alliance/NurPhoto/V. Yuen

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রও তাঁদের নাগরিকদের জন্য হংকংয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে৷

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপের পর ক্যারি লাম বলেন, মহামারি ধারণ করা সার্সের পর আমরা অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি৷ ২০০৩ সালের সার্স রোগ মহামারি আকার ছড়িয়ে পড়লেও, এই সময়কে সংকটময় উল্লেখ করেছেন তিনি৷ এদিকে, আন্দোলনকারীরা হংকংয়ের অর্থনীতি ধ্বংস করে ফেলছে বলে আওয়াজ তুলেছেন আবাসন ব্যবসায়ীরা৷

Hongkong chief executive  Kandidatin Carre Lam
হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লামছবি: Getty Images/AFP/D. de la Rey

লাম বলেন, ‘‘হংকং বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে না৷ আমি বিশ্বাস করি, এটি এখানকার বাসিন্দাদের হৃদয়ের কথা৷'' হংকংয়ের মতো দুর্দান্ত জায়গার এমন পরিণতি তাঁরা আশা করেন না বলেও জানান লাম৷

লাম বলেন, হংকং সরকারের ওপর আপনাদের অসন্তুষ্টি মানে সহিংস হয়ে ওঠা না৷ সবাই মিলে সুন্দরভাবে কাজ করা যাবে বলেও প্রত্যাশা তাঁর৷

এদিকে, বিক্ষোভ দমনে সাবেক ডেপুটি পুলিশ কমিশনার অ্যালান লউকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে৷ ২০১৪ সালের আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার৷

বিক্ষোভ নিয়ে কড়া সতর্কতা জারি করে চলেছে বেইজিং৷ সামরিক বাহিনীর এক ভিডিওতে দেখা গেছে, তাঁরা দাঙ্গাবিরোধী মহড়া চালাচ্ছে৷

পাল্টাপাল্টি অভিযোগ

হংকং বিক্ষোভের মধ্যে একে অপরকে আক্রমণ করে কথা বলছে চীন ও অ্যামেরিকা৷ বিক্ষোভকারীদের সঙ্গে আলাপরত অবস্থায় মার্কিন কূটনীতিকের নাম ও ছবি ছাপিয়েছে চীনের একটি রাষ্ট্রীয় পত্রিকা৷ বৃহস্পতিবার চীনকে ‘চোরের শাসন' বলে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র৷

যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যকে ‘গ্যাংস্টার লজিক' উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে চীন৷ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হংকংয়ে হস্তক্ষেপের অভিযোগও এনেছে চীন৷

ঘটনার সূত্রপাত

বিচারের জন্য চীনের মূলভূখণ্ডে হংকংয়ের বাসিন্দাদের পাঠানোর সুযোগ রেখে আইন সংশোধনের একটি বিল নিয়ে কয়েক মাস আগে উত্তপ্ত হয়ে ওঠে শহরটির পরিস্থিতি৷ সমালোচকরা বলে আসছেন, হংকংয়ের গণতন্ত্রপন্থি রাজনৈতিক নেতাদের হেনস্তা করতে করা হয়েছে এই বিল৷ তীব্র আন্দোলনের মুখে বিল পাসের পরিকল্পনা স্থগিত করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লাম৷ কিন্তু তাতেও বন্ধ হয়নি বিক্ষোভ৷ হংকংয়ের প্রধান নির্বাহী  কেরি লামের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা৷ ব্রিটিশ কলোনি থেকে বেরিয়ে চীনা শাসনের অন্তর্ভূক্ত হলেও হংকং সায়ত্ত্বশাসিত৷ একদেশ, দুই নীতিতে হংকংয়ে স্বাধীন গণমাধ্যম যেমন আছে, তেমনি আছে স্বাধীন বিচারব্যবস্থা৷

টিএম/কেএম (বিবিসি)