1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্যবসায়ীবান্ধব সরকার টিসিবিকে দুর্বল করেছে’

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ মার্চ ২০২২

টিসিবিকে কিভাবে আরো কার্যকর করা যায়? এর উত্তর পেতে হলে টিসিবির কার্যত অকার্যকর হওয়ার কারণগুলো জানতে হবে৷

https://p.dw.com/p/491fn
ছবি: Munir uz Zaman/AFP

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহ-সভাপতি এস এম নাজের হোসেন মনে করেন, সরকার ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে বলেই টিসিবি দুর্বলতা কাটাতে পারছে না৷

ডয়চে ভেলে: টিসিবি কখন শুরু হয়েছিল? উদ্দেশ্য কী ছিল? কেন বন্ধ হয়ে গেল?
এস এম নাজের হোসেন: স্বাধীনতার পর বঙ্গবন্ধু টিসিবি শুরু করেছিলেন৷ এটা ছিল রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা৷ এর উদ্দেশ্য ছিল বাজারে পণ্য সরবরাহ করে, ন্যায্য মূল্যে পণ্য দিয়ে বাজারকে ঠিক রাখা৷ ব্যবসায়ীরা যাতে এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে৷ কিন্তু ব্যবসায়ীরা শুরু থেকেই টিসিবির বিরোধিতা করে আসছিল৷ তাদের স্বার্থ ক্ষুন্ন হবে সেই কারণে টিসিবি বন্ধ করতে সব চেষ্টা চালায়৷ পরে টিসিবির কার্যক্রম বলতে গেলে বন্ধই হয়ে যায়৷ এখন আবার চালু হয়েছে৷

টিসিবি তো পণ্য আমদানি করে সরাসরি বাজারেও দিতো৷ সেটা কি এখন হচ্ছে?
না, সেটা এখনকার টিসিবির বড় ধরনের দুর্বলতা৷ যে উদ্দেশ্যে টিসিবি শুরু হয়েছিল, এখন আর সেই উদ্দেশ্যে নেই৷ এখন স্থানীয় বাজার থেকে তারা কয়েকটি পণ্য কিনে ন্যায্য মূল্যে বিক্রি করছে৷ এতে বাজারের পণ্যের ওপরই নতুন করে চাপ পড়ছে৷ ভর্তুকি দিচ্ছে৷ যদি আন্তর্জাতিক বাজার থেকে কিনে আনতো টিসিবি, তাহলে বাজারে এর একটা প্রভাব পড়তো৷

‘সরকারের ধারণা, ব্যবসায়ীরাই আসল শক্তি’

টিসিবি তো এখন আর পণ্য আমদানি করে না৷ করলে কী হতো?
যেসব পণ্য আমদানি করা প্রয়োজন, তা যদি টিসিবিও আমদানি করতো তাহলে এখানকার বাজারে সরবরাহ ঠিক থাকতো৷ কিন্তু  টিসিবি যা করছে, তাতে কিন্তু বাজারে সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়ছে না৷

টিসিবি এক কোটি পরিবারকে কম দামে চার-পাঁচ ধরনের পণ্য কেনার সুযোগ দিচ্ছে৷ বাজারে তার কি কোনো প্রভাব আছে?

কিছু প্রভাব পড়ছে৷ এক কোটি পরিবারের কাছে পণ্য যাচ্ছে৷ তবে এটা আন্তর্জাতিক বাজার থেকে কিনে দিলে বাজারে অনেক বেশি প্রভাব পড়তো৷

হঠাৎ করে কার্ড দেয়া হলো৷ এটাকে রেশন কার্ডের মতো স্থায়ী করা যায়?
আমরা বলেছিলাম এরকম ট্রাকে সেল না করে বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যের দোকান করার কথা৷ এর বিপরীতে কার্ড দেয়া হবে৷  নিয়ম অনুযায়ী পণ্য কিনবে৷ এটা যখন যেমন প্রয়োজন সেভাবেও করা যায়৷ রেশন কার্ডও করা যায়৷ আমাদের এখানেও আগে ছিল৷ কেউ মনে করতে পারেন আমরা ধনী হয়ে গেছি, আমাদের এগুলোর দরকার নাই৷  কিন্তু এখনো পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর জন্য এই ব্যবস্থা আছে৷ তাই নিম্নবিত্ত মানুষের জন্য এটা করা যায়৷ আমাদের পাশের দেশেও আছে৷

সরকার টিসিবির পণ্য ছাড়াও ভ্যাট কমিয়েছে, আরো উদ্যোগ নিয়েছে, তারপরও কি গ্রহণযোগ্য মাত্রায় পণ্যের দাম কমেছে?

না, কমেনি৷ ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়িয়েছে৷ আর যে পণ্যের তারা দাম বাড়িয়েছে তা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আগে আমদানি করেছে৷ তা-ও আবার আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ার হারের চেয়ে বেশি হারে বাড়িয়েছে৷ মার্কেটে পণ্য মজুদ আছে, তারপরও তারা বাড়িয়েছে৷

সরকার তো সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের সিন্ডিকেটের কথা বলছে৷ তাদের কি সরকার চেনে না?
সরকার চিনবে না কেন? সরকার তো ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে৷ সরকারের ধারণা, ব্যবসায়ীরাই আসল শক্তি৷ ফলে যারা সিন্ডিকেট করে, তাদের কিছু হয় না৷ দুই বছর আগে পেঁয়াজ নিয়ে যারা কারসাজি করেছিল, তাদের তালিকা তৈরি করেও কোনো ব্যবস্থা নেয়নি৷ সরকার তো সাধারণ মানুষের কথা ভাবে না৷ তারা ব্যবসায়ীদের কথা ভাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য