1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটিশ সাংসদদের পছন্দে পর্নোগ্রাফি!

১০ জানুয়ারি ২০১৮

গত জুনের সংসদীয় নির্বাচন থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টারি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন ডিভাইস থেকে ২৪,০০০ বারের বেশি পর্নো ওয়েবসাইটে যাবার চেষ্টা হয়েছে৷ এ খবর অনেকেরই চোখ কপালে তুলেছে৷

https://p.dw.com/p/2qbWG
England Parlament stimmt über Brexit ab
ছবি: picture alliance/dpa/AP Photo

একটি পিএ ফ্রিডম অফ ইনফরমেশন রিকোয়েস্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)৷ দৃশ্যত ২০১৭ সালের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ২৪,৪৭৩ বার কোনো-না-কোনো পর্নো ওয়েবসাইটে অ্যাক্সেসের রিকোয়েস্ট করা হয়৷ এক্ষেত্রে পার্লামেন্ট বলতে গোটা পার্লামেন্টারি নেটওয়ার্ক বোঝায়, মেম্বার্স অফ পার্লামেন্ট (এমপি), সংসদের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস-এর সদস্য ও তাঁদের সহকর্মীরা যে নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন৷ তথ্য অনুযায়ী, দিনে প্রায় ১৬০টি পর্নো রিকোয়েস্ট এসেছে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন ডিভাইস থেকে৷

অবশ্য বিগত কয়েক বছরের তুলনায় পর্নো রিকোয়েস্টের সংখ্যা দৃশ্যত কমতির দিকে, যদিও বিশেষ করে ওয়েস্টমিনস্টারে যৌন হয়রানির একাধিক অভিযোগ ওঠার পরে তাতে কর্তৃপক্ষের সন্তুষ্ট বোধ করার কোনো সুযোগ নেই৷

গত মাসে প্রধানমন্ত্রী টেরেসা মে তৎকালীন ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট ডেমিয়ান গ্রিন-কে বরখাস্ত করতে বাধ্য হন, কেননা, গ্রিনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৮ সালে তাঁর ওয়েস্টমিনস্টার অফিসের কমপিউটারে যে পর্নোগ্রাফিক মেটিরিয়াল পাওয়া গিয়েছিল, সে ব্যাপারে তিনি পুলিশকে ভুল তথ্য দিয়েছেন৷

এদিকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন গত নভেম্বর মাসে সরে দাঁড়াতে বাধ্য হন৷

ভুল করে ক্লিক?

তবে পার্লামেন্ট থেকে অনলাইন পর্নো অ্যাক্সেসের অধিকাংশ প্রচেষ্টাই অনিচ্ছাকৃত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি৷ এছাড়া পার্লামেন্টের সিকিউরিটি সফ্টওয়্যার সাধারণত পর্নো অ্যাক্সেস করার প্রায় সব প্রচেষ্টাই রুখে দিয়ে থাকে৷

‘‘(অনলাইন পর্নো) অ্যাক্সেসের অধিকাংশ প্রচেষ্টা ইচ্ছাকৃত নয়৷ তথ্যে ওয়েবসাইট অ্যাক্সেস করার ‘রিকোয়েস্ট' দেখানো হচ্ছে, ওয়েবসাইটগুলোতে ‘ভিজিট'-এর সংখ্যা নয়,'' পার্লামেন্টের এক মুখপাত্র প্রেস অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন৷ এছাড়া পার্লামেন্টের গেস্ট ওয়াই-ফাই-তে যেসব ব্যক্তিগত ডিভাইস লগ ইন করা হয়েছে, সেগুলোও এই তথ্যে অন্তর্ভুক্ত, বলে তিনি যোগ করেন৷

কোনো অজ্ঞাত কারণে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিষিদ্ধ ওয়েবসাইট অ্যাক্সেস করার রিকোয়েস্টের সংখ্যা হঠাৎ বেড়ে ৯,৪৬৭-তে দাঁড়ায়, যার মধ্যে সংসদের উভয় কক্ষ অন্তর্ভুক্ত৷ ডেইলি টেলিগ্রাফ পত্রিকা প্রেস অ্যাসোসিয়েশনের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে৷

টিমোথি জোন্স/এসি