1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্র কি শিশুদের স্তন্যপান করানোর বিরোধী?

১৫ জুলাই ২০১৮

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শিশুদের স্তন্যপান করানোর পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডাব্লিউএইচও) উত্থাপিত এক প্রস্তাবের সমর্থকদের উপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/31PFd
ছবি: Fotolia/evgenyatamanenko

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য সংবাদটি ভুয়া বলেছেন৷ এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র শিশুদের মায়ের বুকের দুধ পান করানোকে সমর্থন করে৷'' মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ডাব্লিউএইচওতে উত্থাপিত প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানান তিনি৷ পত্রিকাটি অবশ্য বলছে চলতি বছরের শুরুর দিকে প্রস্তাবটির বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র৷

পত্রিকাটিতে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছরের বসন্তে জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বৈঠকে ইকুয়েডরের এক প্রস্তাবের বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ প্রস্তাবটিতে উল্লেখ করা হয় যে, ‘‘মায়ের দুধ হচ্ছে শিশুদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এবং মায়ের দুধের বিকল্প হিসেবে আখ্যা দিয়ে যেসব পণ্যের বিজ্ঞাপন চালিয়ে মানুষকে ভুল তথ্য দেয়া হয় বা বিভ্রান্ত করা হয়, তার বিরুদ্ধে দেশগুলোর কঠোর উদ্যোগ নিতে হবে৷''

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেই বৈঠকে প্রস্তাবটি থেকে স্তন্যপানের প্রতি সমর্থন এবং মায়ের বুকের দুধের বিকল্প যেসব পণ্য আছে সেগুলোর প্রসারে বাধা দেয়ার অংশটি বাদ দিয়ে দেয়ার পরামর্শ প্রদান করে৷ সেই পরামর্শ গ্রহণ করা না হলে সেখানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল নাকি ইকুয়েডর এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়া অন্যান্য দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি প্রদান করে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসহ নানাবিধ হুমকি দিয়ে আফ্রিকা এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশকে প্রস্তাবটি থেকে সমর্থনসরিয়ে নেয়ার প্রচেষ্টা তেমন একটা সফল হয়নি বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ বরং রাশিয়া বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং প্রস্তাবটিতে সামান্য পরিবর্তন আনা হলেও শেষমেষ তা অনুমোদন করা হয়৷

নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়৷ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক টুইটে পত্রিকাটির এই প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ' আখ্যা দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমরা অবশ্যই শিশুদের স্তন্যপান করানোকে সমর্থন করি, তবে একইসঙ্গে আমরা এটা সমর্থন করি না যে নারীরা বিকল্প ব্যবহারের সুযোগ পাবেন না৷ পুষ্টিহীনতা এবং দারিদ্র্যের কারণে অনেক নারীর বিকল্প উপায়গুলো ব্যবহারের সুযোগ থাকা দরকার৷''

তবে, বিশেষজ্ঞরা ট্রাম্পের এই বক্তব্য মানতে পারেননি৷ বরং তাদের মতে, পুষ্টিহীনতা এবং দারিদ্র্যের মতো ব্যাপারগুলো যেখানে উপস্থিত, সেখানে শিশুকে স্তন্যপান করানোই সবচেয়ে কার্যকর উপায়৷

এআই/এসিবি (এএফপি, এপি)

এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷