1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের ‘মগজ ধোলাই’ করা হচ্ছে: মন্ত্রী

৪ ডিসেম্বর ২০১৮

মিয়ানমারের দিকে ‘ছুটে চলতে’ বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের ‘মগজ ধোলাই’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের ধর্মমন্ত্রী থুরা অং কো৷ গত ২৭ নভেম্বর এক বৌদ্ধ ধর্মগুরুর শেষকৃত্য অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন৷

https://p.dw.com/p/39SEY
Bangladesch Rohingya Flüchtlinge in Kutupalong Flüchtlingslager
ছবি: picture-alliance/NurPhoto/T. Chowdhury

তাঁর মন্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে ‘রেডিও ফ্রি এশিয়া’৷ সাবেক সামরিক কর্মকর্তা অং কো বলেন, ‘‘তাদের ফিরে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হুমকি স্বরূপ হবে৷''

২০১৬ সালে সু চি ক্ষমতায় আসার পর মন্ত্রীত্ব পাওয়া এই ধর্মমন্ত্রী বলেন, ‘‘মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যেখানে দুই বা এক সন্তান নীতিতে বিশ্বাসী, সেখানে একটি চরমপন্থি ধর্ম তিন থেকে চারটি বিয়ে ও ১৫ থেকে ২০টি করে সন্তান নিতে উৎসাহ দিয়ে থাকে৷ মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হুমকির মুখে পড়বে৷ তারাই সংখ্যালঘু হয়ে পড়বে৷’’ পরবর্তীতে ‘চরমপন্থি ধর্ম’ বলতে তিনি ‘বাঙালিদের’ বুঝিয়েছেন বলে জানিয়েছেন৷

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেমিয়ানমারের সেনা তাণ্ডবের মুখে প্রায়সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে৷ পরবর্তীকালে দুই দেশের সরকারের আলোচনা সাপেক্ষে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে আড়াই হাজারের বেশি শরণার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে রোহিঙ্গা শরণার্থীরা ফিরতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত কার্যকর করা এখনও সম্ভব হয়নি৷ ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা তাদের নিরাপত্তা ও নাগরিকত্ত্বের নিশ্চয়তা দাবি করেছে৷ তাই পুনর্বাসন প্রকল্প আপাতত স্থগিত আছে৷ 

এফএ/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান