1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিখদের গুরুদুয়ারায় নামাজ!

২৭ আগস্ট ২০১৮

শিখদের ধর্মীয় উপাসনালয়ের নাম গুরুদুয়ারা৷ আর সেই গুরুদুয়ারার ভেতরে নামাজ পড়েছেন এক মুসলিম ধর্মাবলম্বী৷ মালয়েশিয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে৷

https://p.dw.com/p/33pDM
ছবি: Getty Images/AFP/J. Redmond

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিখ ধর্মাবলম্বীদের জনপ্রিয় পেজ ‘শিখ ইনসাইড' এই ভিডিও শেয়ার করেছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, শিখ ধর্মগুরু ধর্মীয় বাণী দেয়ার সময় পেছনে এক মুসলিম ধর্মাবলম্বী টুপি মাথায় নামাজ পড়ছেন৷ ভিডিওতে শিখদের পবিত্র বাণী গুরবাণীও শোনা যাচ্ছিল৷

তবে নামাজ পড়ার সময় কেউ তাঁকে বাধা দেয়নি৷ নামাজ পড়া শেষ করে নির্বিঘ্নেই গুরুদুয়ারা থেকে বেরিয়ে যান সেই ব্যক্তি৷

অনেকেই বলছেন, নামাজের সময় হয়ে যাওয়ায় এবং আশেপাশে কোনো মসজিদ না পাওয়ায় হয়ত এই ব্যক্তি গুরুদুয়ারাতে ঢুকেই নামাজ পড়ে নিয়েছেন৷ সামনে বসে থাকা কেউ একজন ভিডিওটি ধারণ করেন৷

ফেসবুক ও টুইটারে ভিডিওটি শেয়ার করার পর অনেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে এই ঘটনাকে স্বাগত জানাচ্ছেন৷ তবে অনেকে আবার ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উসকানি দেয়ার চেষ্টা হিসেবেও বর্ণনা করছেন এই ঘটনাকে৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য