1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্ক সম্মেলনের ফাঁকে ভারত-পাকিস্তান প্রধানমন্ত্রী বৈঠক

৯ নভেম্বর ২০১১

আগামীকাল মালদ্বীপের আডু প্রবাল দ্বীপে শুরু হচ্ছে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন৷ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ ইতিমধ্যেই মালদ্বীপ পৌঁছেছেন৷

https://p.dw.com/p/137Ww
India's cricket player Sachin Tendulkar, left, looks on as Indian Prime Minister Manmohan Singh, right, and Pakistan Prime Minister Yousuf Raza Gilani, center, greet players and supporters ahead of the the Cricket World Cup semifinal match between Pakistan and India in Mohali, India, Wednesday, March 30, 2011. (AP Photo/Gurinder Osan)
আবার দেখা হবে মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানিরছবি: AP

মালদ্বীপ রওনা হবার আগে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সাফটার অধীনে উদার বাণিজ্য প্রক্রিয়া ত্বরান্বিত হবে, বাড়বে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা৷ ভারত সর্বদাই এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগের ওপর জোর দিয়ে এসেছে৷ এই যোগাযোগ নাগরিক ও রাজনৈতিক স্তরে৷

পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই সংবাদ মাধ্যমকে বলেন, এবারের সার্ক সম্মেলনের থিম হলো সেতুবন্ধন৷ এই সূত্রে উঠে আসছে পরিবহন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সদস্য দেশগুলির মধ্যে যাতাযাতের সুবিধা বাড়ানো৷

এদিকে, সার্ক সম্মেলনের ফাঁকে আগামীকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী ড. সিং৷ তাই সকলেই তাকিয়ে আছে সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মনমোহন সিং-এর দ্বিপাক্ষিক বৈঠকের দিকে৷ সেখানে বিতর্কিত সব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা৷ থাকবে কাশ্মীর ইস্যু৷ কাশ্মীরের স্বায়ত্ব শাসনের কাঠামো কী হবে, তা নিয়ে এক বিচারবিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব উঠার সম্ভাবনা৷ পররাষ্ট্রসচিব মাথাই বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভিত ক্রমশই মজবুত হচ্ছে৷ পাকিস্তানের বিচারবিভাগীয় কমিশনের আসন্ন ভারত সফর সেই লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ৷ এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে৷

From left: Bhutan's Home Minister Lyonpo Minjur Dorji, Afghan acting Interior Minister Mohammad Munir Mangal, SAARC Secretary General Sheel Kant Sharma, Pakistani Interior Minister Rehman Malik, Indian Home Minister Palaniappan Chidambaram, Nepalese Home Minister Bhim Bahadur Rawal, Sri Lankan Minister of Public Management Ratnasiri Wickramanayake, Bangladeshi Home Secretary Abdus Sobhan Sikder and Maldives' Home Minister Mohamed Shihab, pose for a group photo during the South Asian Association for Regional Cooperation (SAARC) home ministers' conference in Islamabad, Pakistan, Saturday, June 26, 2010. Interior ministers from eight regional states opened a day-long meeting in Pakistani capital Islamabad with anti-terror cooperation top issue on agenda, officials said. (AP Photo/Anjum Naveed)
সার্ক শীর্ষ সম্মেলনে এখনো পর্যন্ত তেমন কোনো বড় প্রাপ্তি ঘটে নিছবি: AP

পাকিস্তান ভারতকে বাণিজ্যিক বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়ার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা ইতিবাচক বার্তা দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে আস্থার ঘাটতি অনেক কমে এসেছে৷ তবে সন্ত্রাস মোকাবিলায় এক যৌথ কৌশলগত নীতির জন্য কাজ করা পাকিস্তানের দিক থেকে জরুরি৷ সব সমস্যার সমাধান হয়ে যাবে, একথা বলা না গেলেও পরিবেশ যে উৎসাহব্যঞ্জক, সন্দেহ নেই৷পাক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের ভারত সফর তারই প্রতিফলন৷

প্রধানমন্ত্রী ড. সিং অন্যান্য সদস্য দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিস্তা জল বণ্টনের প্রসঙ্গটি ওঠার সম্ভাবনা৷ শীর্ষ বৈঠকের পর মালেতে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন এবং পিপলস মজলিশ বা মালদ্বীপ সংসদে ভাষণ দেবেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য