1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭৪ বছরের বৃদ্ধকে গুলি করে হত্যা করল জার্মান পুলিশ

১৭ ডিসেম্বর ২০১৮

জার্মান পুলিশের গুলিতে ৭৪ বছর বয়সি এক বৃদ্ধ নিহত হয়েছে৷ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোখুম শহরে এক বাড়িতে ওই বৃদ্ধের ওপর পুলিশ সরাসরি গুলি চালায়৷

https://p.dw.com/p/3AGTI
Deutschland Mann in Bochum bei Einsatz von der Polizei erschossen
ছবি: picture-alliance/dpa/M. Kusch

শহরের কোনো বাসিন্দার ফোন পেয়ে সেই বাড়িতে গিয়েছিল পুলিশ৷ কে বা কারা কেন পুলিশ 

ডেকেছিল সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছেন বোখুম পুলিশের মুখপাত্র৷ জানা যায়, পুলিশ সেই বাড়িতে ঢুকে তল্লাশি করতে গেলে নিহত বৃদ্ধ অস্ত্র সদৃশ কিছু একটা বের করার চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গেই পুলিশ গুলি ছোঁড়ে এবং সেই গুলিতে গুরুতর আহত ওই বৃদ্ধ কিছুক্ষণ পর মারা যান৷ ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে বোখুম পুলিশ একটি বিবৃতি দেবে বলে জানা গেছে৷

উল্লেখ্য,জার্মানিতে পুলিশ কারো ওপর হামলা করেছে এমন ঘটনা ভীষণ অপ্রত্যাশিত এবং অনাকাঙ্খিত এবং বিরল বললেই চলে৷ তবে জার্মান পুলিশ কলেজের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে পুলিশের গুলিতে ৩৯ জন আহত এবং ১৪ জন নিহত হয়েছেন৷ গত দুয়েক বছরে পুলিশের গুলিতে মৃত্যুর হার বেড়েই চলেছে৷ এর আগে ২০১৬ সালে পুলিশের গুলিতে ১১ জন নিহত ও ২৮ জন আহত এবং ২০১৫ সালে ১০ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিল৷

ডেভিস ফানওপডর্প/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান