‘ডয়চে ভেলেকে ভালোবাসি মনের টানে' | পাঠক ভাবনা | DW | 29.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলেকে ভালোবাসি মনের টানে'

শুভেচ্ছা ও সালাম নেবেন৷ গতকালের ‘পাঠক ভাবনায়' একজন শ্রোতা আমার কথা লিখেছেন৷ সত্যি বলতে কি আমি কারো সুপারিশ চাইনা৷ আমি পুরস্কার লোভী শ্রোতা পাঠক নই, ঠিক এভাবেই জানিয়েছেন...

বন্ধু হান্নান৷ তাছাড়া আমি অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কারো মুখাপেক্ষী না৷ ডয়চে ভেলেকে ভালোবাসি মনের টানে, ডয়চে ভেলের মান্যবর কর্মকর্তা মহোদয়ের সৌহার্দ সম্প্রীতির টানে৷ পুরস্কার পাওয়া মূল লক্ষ্য নয়৷ সময়ের অভাবে লিখতে না পারলেও অন্তরে ডয়চে ভেলের কথা সব সময়ই থাকে৷ বন্ধুরা সবাই ভালো থাকবেন৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, পাবনা থেকে৷

আন্দুল বাড়িয়া, খড়িখালি, ঝিনাইদহ থেকে সাখাওয়াত হোসেন বিদ্যুৎ লিখেছেন, আপনাদের ক্যালেন্ডার এখনো পেলাম না৷ দয়া করে পাঠানোর জন্য অনুরোধ করছি৷

প্রতিবারের মতো এবারও অনেকেই ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ করেছেন৷ গত কয়েক বছর যাবতই ডয়চে ভেলে থেকে কোনো ক্যালেন্ডার প্রকাশ করা হয়নি, আমরা দুঃখিত৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷ আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনাদের সবার কাছ থেকে আমাদের ওয়েবসাইট এবং টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ' সম্পর্কে মতামত আশা করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন