‘ডয়চে ভেলে থেকে ভালো শিক্ষা নেয়া যায়' | পাঠক ভাবনা | DW | 12.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে ভালো শিক্ষা নেয়া যায়'

ডয়চে ভেলের ওয়েবসাইটের নিয়মিত পাঠক এমএ বারিক লিখেছেন, ‘‘প্রতিটি প্রতিবেদন পড়তে আমার ভালো লাগে৷ যৌন বিষয়ে অনেক টিপস প্রায়ই থাকে যা অনেকের কাছে খারাপ বলে মনে হলেও আমার মতে টিপসগুলো সমাজের জন্য খারাপ নয়৷

এগুলো থেকে অনেক ভালো শিক্ষা নেয়া যায়৷ তাই যৌন বিষয়ক ব্যাপারকে খারাপ দৃষ্টিতে দেখলেই খারাপ বলে মনে হবে৷ এই বিষয়টিকে যারা খারাপ মনে করেন, তাদের আমি ডয়চে ভেলের মাধ্যমে বলতে চাই শুধু, ‘‘আপনাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন৷ দেখবেন সব কিছুকে ভালো মনে হবে৷''
এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ বগুড়া৷

বালিজুরী বাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে অনেক পুরনো বন্ধু কামরুন নাহার শীলা লিখেছেন ঠিক এ ভাবে, ‘‘ঘুম সমস্যায় বাংলাদেশের নারীরা শীর্ষে '' বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবর খুব তথ্যবহুল৷ এবং আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে৷ খুব ভাল লাগল ডিডাব্লিউ-র ওয়েবসাইট৷ বিশ্বকাপ ফুটবলের নিয়মিত আপডেট খবর চাই, ধন্যবাদ৷''

সম্প্রতি আপনাদের ওয়েবসাইটের একটি খবরে জানতে পারলাম ‘‘আয়ারল্যান্ডে একটি মা ও শিশু কেন্দ্রে সেপটিক ট্যাংকে গণকবরের সন্ধান' এটা খুবই কষ্টকর৷ সে আমলের রক্ষণশীল ক্যাথলিক শিক্ষা অনুযায়ী বৈবাহিক সম্পর্কের বাইরে যে সব শিশুর জন্ম, তাদের ব্যাপটাইজ করা অথবা পবিত্র গোরস্থানে গোর দেওয়া নিষিদ্ধ ছিল – এটা যেমন অন্যায় একটা আইন, তেমনি যারা দিনের পর দিন এভাবে মৃত শিশুদের সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে সেটা আরো বড় একটা অন্যায়৷ এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত৷ ধন্যবাদ আপনাদেরকে এই চরম সত্য খবরটি প্রকাশ করায়৷​মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন