ডয়চে ভেলের ওয়েবসাইট খুব ভালো | পাঠক ভাবনা | DW | 05.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ওয়েবসাইট খুব ভালো

আমাদের একেবারে নতুন পাঠক এবি সিদ্দীক ময়মনসিংহ থেকে লিখেছেন, আপনাদের ওয়েবপেজটি আমি আজ প্রথমবার পড়লাম, খুব ভালো লাগল৷ অল দ্য বেস্ট, এগিয়ে যান৷

Shakib Al Hasan mit seiner Frau Shishir

সাকিবের সঙ্গে শিশির

আমাদের ওয়েবসাইটে ‘সাকিবের বৌকে বোরকা পরানোর ক্যাচক্যাচানি...' শিরোনামের প্রতিবেদনটিতে গতকাল ১৪,৮১৭ জন পাঠকের মতো আবুধাবী থেকে আতিকুর রহমানও ক্লিক করেছেন৷ তবে তিনি প্রতিবেদনটি সম্পর্কে কোনো মতামত জানাননি৷

- স্বাভাবিকভাবেই, মতামত জানালে আমাদের আরো ভালো লাগতো৷

পরের ই-মেলে রাজীব কুমার রায় শুধু লিখেছেন, ‘‘ওয়েলকাম...টপ নিউজ চাই!''

- ভাই রাজীব, আপনি ঠিক কী বোঝাতে বা বলতে চেয়েছেন, ঠিক বুঝলাম না ৷

বন্ধুরা, এই তিনজন পাঠকের মতামতই এত ছোট করে লেখা যে আপনারা কি বলতে চেয়েছেন তা পুরোপুরি বোঝা যায়নি৷ তাই পাঠক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আগামীতে আরো একটু বড় করে লিখবেন, যাতে আমরা আপনাদের লেখা বিষয়বস্তু ঠিকমতো বুঝতে পারি এবং আপনাদের মূল্যবান মতামত ডয়চে ভেলের ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগাতে পারি৷ সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন