1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

২ জানুয়ারি ২০১৯

ডেনমার্কে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয় জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন৷ স্থানীয় সময় সকাল আটটায় যাত্রীবাহী ট্রেনটি ফুনেন থেকে জিলান্ড দ্বীপে যাওয়ার পথে গ্রেট বেল্ট সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3Aul5
Nyborg Dänemark Zugunglück
ছবি: picture-alliance/AP Photo/T.K. Jensen

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি গ্রেট বেল্ট সেতুর উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের ছাদের একটি বড় অংশ ভেঙ্গে গিয়ে যাত্রীবাহী ট্রেনটিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে৷    

ট্রেনটিতে মোট ১৩১ জন যাত্রী ও তিনজন চালক ছিলেন বলে জানিয়েছে ড্যানিশ রেলওয়ে কর্তৃপক্ষ৷ ট্রেনের একজন যাত্রী হাইডি লাংব্যর্গ জুম্বুশ ডেনমার্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডিআর'কে বলেন, তিনি ট্রেনটিতে উঠার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে৷ তিনি জানান হঠাৎ করেই তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান৷ তারপর তাঁদের মাথায় জানালার কাঁচের টুকরা পড়তে থাকে৷ তবে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হননি৷

ঘটনার পর এ সেতুটি দিয়ে বেশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে উঠে৷ তবে এ দুর্ঘটনার কারণে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডেনমার্কের নিকটবর্তী দেশ সুইডেনের সংশ্লিষ্ট এলাকার প্রায় একলক্ষ বাড়িতে বিদ্যুত সরবরাহ ব্যহত হয়৷      

এদিকে, বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, ডেনমার্কের গ্রেট বেল্ট প্রণালীর উপর নির্মিত ১৮ কিলোমিটার লম্বা এ সেতুটি দেশটির গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ৷ সেতুটি ডেনমার্কের সাথে সুইডেনকে সড়ক পথে যুক্ত করেছে৷ তবে তীব্র বাতাসের কারণে এ সেতুটি দিয়ে যান চলাচল প্রায় সময়ই বিপজ্জনক হয়ে ওঠে৷ যে কারণে এ সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ৷ তবে মঙ্গলবার সকালে সেতুটির একটি অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়৷

আরআর/এপিবি (এএফপি, ডিপিএ)