1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭২ বছরে সবচেয়ে উত্তপ্ত ছিল এই জুন মাস

১ জুলাই ২০১৯

জুন মাসের ৩০ তারিখ ভেঙে দিয়েছে জার্মানিতে গরম আবহাওয়ার সব রেকর্ড৷ রবিবার তাপমাত্রার পারদ ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ ইউরোপজুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে চরম দাবদাহ৷ গরমের দাপটে প্রাণ হারিয়েছেন অনেকে৷

https://p.dw.com/p/3LNx9
BG Deutschland Spätsommer
ছবি: picture alliance/dpa/J. Büttner

রবিবার ছিল জার্মানিতে এবারের সবচেয়ে বেশি গরমের দিন৷ জার্মানির রাজ্য রাইনল্যান্ড ফালৎজ-এ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি পেরোলে অনেকে অসুস্থ হয়ে পড়েন৷

এর আগে ১৯৪৭ সালের জুনমাসে জার্মানির ব্যুহলেরটাল শহরে তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রী হলে তা রেকর্ড সৃষ্টি করে৷ কিন্তু গত ৩০শে জুনের এই তাপমাত্রা ভেঙে দিয়েছে সেই রেকর্ড৷

হামবুর্গে একটি ম্যারাথন চলাকালীন ৫৭জন প্রতিযোগী অসুস্থ হয়ে পড়েন৷ দমকলকর্মীরা জানান, তীব্র গরমের ফলে সেদিন জরুরি চিকিৎসা পরিষেবা চালু করতে হয় তাদের৷

ফ্রান্স ও জার্মানিতে দাবদাহের ফলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মানুষ, যার মধ্যে বেশির ভাগই প্রবীণ ব্যক্তি৷

শুধু মানুষই নয়, গরমের জেরে হার মানছে ঘরবাড়িও৷ প্রবল তাপে সম্প্রতি ভেঙে পড়ে স্টুটগার্টের একটি বাড়ির ব্যালকনি বা ঝুলবারান্দা৷ ঘটনায় ৬জন আহত হলেও তেমন গুরুতর চোট পাননি কেউ৷

আফ্রিকায় গরম হাওয়া, ইউরোপে দাবদাহ

ফ্রান্স, ইটালি, বুলগেরিয়া, পর্তুগাল, স্পেন, গ্রিস ও মেসিডোনিয়ায় তাপমাত্রা এবারের গ্রীষ্মে

 ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে৷

রবিবার পোপ ফ্রান্সিসের প্রার্থনাসভাতেও উঠে আসে ইউরোপজুড়ে এই অস্বাভাবিক দাবদাহের কথা৷ পোপ জানান, তাঁর প্রার্থনায় তিনি দাবদাহে আক্রান্তদের স্মরণ করবেন৷

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন অস্বাভাবিক গরমের জন্য আসলে দায়ী উত্তর আফ্রিকা থেকে ইউরোপে আসা গরম হাওয়ার দমকা৷ তবে তারা এ-ও জানান, আসন্ন সপ্তাহে তাপমাত্রা কমবে৷

এসএস/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)