অনুগ্রহকরে শর্টওয়েভ-এ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করবেন না | পাঠক ভাবনা | DW | 27.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অনুগ্রহকরে শর্টওয়েভ-এ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করবেন না

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের পাতায় পাতায় কত যে তথ্যের সমাহার তা যে না দেখেছে সে অনুভব করতে পারবেনা৷ যাদের সুবিধা রয়েছে তাদের অবশ্যই এই ওয়েবসাইট দেখা প্রয়োজন বলে আমি মনে করি৷

বিশ্বনাথ মন্ডল ও ক্লাবের সদস্যবৃন্দ

বিশ্বনাথ মন্ডল ও ক্লাবের সদস্যবৃন্দ

পপি বৈদ্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান যে আমাদের কাছে কত প্রিয় তা বলে প্রকাশ করার মত নয়৷ যদিও বলবেন আমরা তা জানি, তবে জানার পরও শর্টওয়েভে ডয়চেভেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? যদি শর্টওয়েভে ডয়চেভেলের সম্প্রচার বন্ধ হয়ে যায় তাহলে ডয়চেভেলের বাংলা বিভাগের দুই-তৃতীয়াংশ শ্রোতা কমে যাবে৷ কারণ ডয়চেভেলের অধিকাংশ শ্রোতাই গ্রামে বাস করে, আর তাদের রেডিও শোনার একমাত্র মাধ্যমই হলো শর্টওয়েভ রেডিও৷ গতকাল কুষ্টিয়ার লালন অধুনা কসমস ক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম আমাদের ক্লাব পরিদর্শনে আসেন এবং তার সাথেও ডয়চেভেলের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়৷

আমাদের প্রস্তাব, ডয়চেভেলে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরো একটু চিন্তা-ভাবনা করুক যাতে কোনভাবে ডয়চেভেলের শর্টওয়েভ সম্প্রচার বন্ধ না হয়৷ মোঃওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ ও মোঃ সাইদুল ইসলাম লালন অধুনা কসমস ক্লাব কুষ্টিয়া, বাংলাদেশ৷

আশা করি ডয়চেভেলে বাংলা বিভাগের সকলে  ভাল আছেন৷ আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা৷ পেশায় একজন স্কুল শিক্ষক৷ বিশ্বসংবাদসহ সব পরিবেশনাই  আমার অত্যন্ত ভাল লাগে৷ সবচেয়ে বড় কথা, ডয়চেভেলে বাংলা বিভাগের মাধ্যমে দুনিয়াকে সঠিকভাবে চিনতে পারি৷ শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ হচ্ছে তাই আমাদের একান্ত অনুরোধ মিডিয়াম ওয়েভের শ্রবণ মান অনেক উন্নত করা বিশেষ প্রয়োজন৷ আমাদের ওয়েবসাইট দেখার সুবিধা আছে কিন্তু সাধারণ শ্রোতাদের কথা মাথায় রেখে বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবেন ৷

আমি মনে করি সবার ডয়চেভেলে বাংলা বিভাগের বাংলা অনুষ্ঠান শোনা উচিত৷ কেননা এতে এমন কিছু শিক্ষার বিষয় আছে যা অনেকেই জানে না৷  বিশ্বের অন্যান্য বেতার থেকে ডয়চেভেলের বাংলা অনুষ্ঠানের অতিরিক্ত কতগুলো গুণাগুণ রয়েছে৷ ডয়চেভেলে বাংলা বিভাগ প্রতিদিন সত্য, ন্যায় ও সঠিক  বাণী বিশ্বের শত, সহস্র শ্রোতাদের কানে পৌঁছে দেয়৷ ডয়চেভেলে বাংলা বিভাগ একটি স্বাধীন বেতার যার সাথে বিশ্বের আর কোন রেডিওর তুলনা হয় না৷ এ বেতার শ্রোতাদের অভিমতকে আন্তরিকতার সাথে মূল্যায়ন করে৷ তাছাড়া জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সর্ব বিষয়ে নিরপেক্ষ অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে৷ আমরা সর্বদা ডয়চেভেলে বাংলা  অনুষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করি৷ ভালবাসা ও আন্তরিক ধন্যবাদ জানাই৷ মহঃ হাফিজুর রহমান, চুপী-পূর্বস্থলী, বর্ধমান, ভারত৷

অনেক অনেক শুভেচ্ছা রইলো৷ শর্টওয়েভ বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য আমরা আপনাদের কাউকে দায়ী করছি না৷কারণ এটা ডয়চে ভেলের নীতি নির্ধারকদের নিজস্ব একটি সিদ্ধান্ত৷ তবে একথা সত্যি যে আমাদের দেশে এখনো শতকরা ৮০জন শ্রোতা বিবিসি, ভয়েস অফ অ্যামেরিকা, রেডিও চীনার অনুষ্ঠান শর্টওয়েভে শুনে থাকেন৷ এক্ষেত্রে ডয়চে ভেলের এই সিদ্ধান্ত ভুল৷ যাই হোক একবেলা মিডিয়াম ওয়েভে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনবো, মতামত জানাবো৷ আমরা ছিলাম, আমরা এখনো থাকবো ডয়চে ভেলের সাথে৷ শুভেচ্ছান্তে, প্রফেসর আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, শেখমহল, থানাপাড়া, চুয়াডাঙ্গা, বাংলাদেশ৷

সবার দাবি অগ্রাহ্য করে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে , কিছুই বলার নাই, করারও নাই৷ মিথ্যে চেঁচিয়ে গলা ফাটানো বোকামি ছাড়া আর কিছু নয়৷ সুনিল বরণ দাস, পানপাড়া, নদীয়া, ভারত৷

এফএম এ যারা শুনতে পায়না তাদের আপনারা মিডিয়াম ওয়েভে শুনতে বলছেন কিন্তু মিডিয়াম ওয়েভে ডয়চে ভেলের অনুষ্ঠান ভালো শোনা যায়না৷ আবু সাঈদ প্রযত্নে সাইফুল ইসলাম, রায়পুর, অর্জুনপাড়া, বাগমারা, রাজশাহী, বাংলাদেশ৷

অনুগ্রহকরে শর্টওয়েভ-এ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করবেন না৷ শুভাশীষ ভৌমিক, ভারত৷

দিন তো ফুরিয়ে এলো-এই কথা ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে৷ আর তিনদিন পর তোমাদের অনুষ্ঠান শুনতে পাবোনা৷ প্লিজ তোমারা আমাকে ভুলে যেয়োনা৷ ভালো থেকো৷ জিসনু হাতি, স্বর্ণচালিদা, বর্ধমান, ভারত৷

সবে মাত্র এফএম সম্প্রচার শুরু হলো আর শর্টওয়েভের বিদায় ঘন্টা বেজে গেলো৷ শতভাগ শ্রোতাবন্ধুদের ভালো অনুষ্ঠান শোনানোর ক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা কতটুকু পূরণ হচ্ছে, তা খতিয়ে দেখেছেন কি ? শ্রোতাদের জন্য যে অনুষ্ঠান তৈরি ও প্রচার সেটা তাদের কাছে আদৌ পোঁছাচ্ছে কিনা এ নিরীক্ষা করা তো একটা গণতান্ত্রিক কর্তব্য৷ সেটা কি ডয়চে ভেলে করছে ? এটাই এখন মূল প্রতিপাদ্য বিষয়৷ ডা. বিকাশ রঞ্জন ও মায়া রানী ঘোষ, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত ও নতুন শ্রোতা৷ আমার এসএমএস টি যদি আপনাদের কাছে পৌঁছে থাকে তাহলে অনুষ্ঠানে আমার নাম উল্লেখ করবেন৷ মোঃ সোহেল রানা, পশ্চিম খড়িবাড়ি, ডিমলা, নিলফামারী, বাংলাদেশ৷