‘অন্য রকম কিছু তথ্য পেলাম' | পাঠক ভাবনা | DW | 04.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অন্য রকম কিছু তথ্য পেলাম'

‘‘মোজা সম্পর্কে ডয়চে ভেলের ওয়েবপেজে ‘অন্য রকম কিছু তথ্য' জেনে বেশ ভালো লাগলো৷ তাছাড়া ‘খাওয়ার ধরন' নিয়ে প্রতিবেদনটি আরো চমত্‍কার হয়েছে৷''

এ মন্তব্য নওগাঁর বন্ধু দেওয়ান রফিকুল ইসলাম রানার৷ তাঁর ভাষায়, ‘‘সংবাদভাষ্য ‘শুধুমাত্র নারীদের ভালোর জন্য...' থেকে অনেক তথ্য পেলাম৷ সেখানে ‘নারীদের মোবাইল ব্যবহার ভালো নয়' – এ বিষয়টি নিয়েও আলোচনা ছিল৷ অনেক ধন্যবাদ মজার মজার ও সুন্দর তথ্য দিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য৷ তথ্যগুলো আমার কাজে আসবে৷ বাড়িতে বিদ্যুত্‍ ছিল না, তাই ‘অন্বেষণ' দেখতে পারিনি৷''

পরে ই-মেলটি পাঠিয়েছেন পাঠক তারেক মুহাম্মদ৷ তিনি মতামত জানিয়েছেন এভাবে: ‘‘জার্মানদের কাছে চায়ের কদর – শীর্ষক লেখাটি পড়ে অত্যন্ত ভালো লাগলো৷ জানলাম উপ-মহাদেশের পাশাপাশি জার্মানদেরও চায়ের প্রতি আকর্ষণ কম নয়৷ মূলত চা একটি সার্বজনীন প্রিয় পানীয়৷ ভারতে বিভিন্ন রকম চায়ের চাহিদা রয়েছে৷

তবে পৃথিবীর বিভিন্ন দেশে চা পান করার বিভিন্ন সময় থাকলেও, বাংলাদেশে এই চিত্রটা একদম ভিন্ন৷ এদেশে চা পানের জন্য সময় কোনো বিবেচ্য বিষয় নয়৷ আড্ডা, গল্প, রাজনীতি নিয়ে আলোচনা, পড়াশোনা, বাজার – আরে কোথায় নেই চা! বাংলাদেশিরা চা খুব কমই ঘরে পান করে৷ এ দেশে চা মানেই বাইরে কোথাও৷ ঘরে চা একা পান করার চেয়ে বাইরে রাস্তার পাশের টং-এ (চা বিস্কুটের ছোট দোকান) বন্ধুদের সাথে ‘জম্পেস' এক আড্ডা দিয়ে এক কাপ চা পান করার ‘লেভেলটাই' অন্যরকম৷ যাই হোক, চা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে৷ বাংলাদেশে চা পানের যে ঐতিহ্য তা অবশ্যই উল্লেখ করার মতো৷ এদেশে চা পানের যে রীতিনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য – তা বিশ্বের দরবারে আপনাদের মাধ্যমে একটি স্থান দখল করুক৷ বাংলাদেশের চা পানের সংস্কৃতি যেন উঠে আসে আপনাদের লেখনিতে৷ আমরা যেন বলতে পারি – ‘হাম কিসিসে কাম নেহি'৷''

- নিজেদের মতামত সুন্দরভাবে তুলে ধরার জন্য দু'জনকেই ধন্যবাদ৷ পাঠক বন্ধুদের ভালো-মন্দ লাগার কথা জানালেই কেবল ডয়চে ভেলে আগামীতে আরো সুন্দর ও তথ্যবহুল ওয়েবসাইট সাজাতে পারবে৷ হ্যাঁ বন্ধুরা, সমালোচনা করতেও কিন্তু দ্বিধা করবেন না! প্রিয় বন্ধুরা, ভালো থাকুন আর ডিডাব্লিউ-র সাথে থাকুন – এই আমাদের প্রত্যাশা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন