‘আধ্যাত্মিক স্থান হফহাইমে বাহাই’ | পাঠক ভাবনা | DW | 02.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আধ্যাত্মিক স্থান হফহাইমে বাহাই’

জার্মানি-ইউরোপ পাতায় আধ্যাত্মিক স্থান হফহাইমে বাহাই উপাসনালয় নিয়ে প্রতিবেদনটি বেশ ভালো লাগলো৷ ফ্রাংকফুর্টের কাছাকাছি হফহাইম-লাঙেনহাইনে বাহাই ধর্মের উপাসনালয়টি ধ্যান ও মিলনের এক অপূর্ব স্থান৷

ভারতে অন্ধ্রপ্রদেশকে ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সবুজ সংকেত দিয়ে কংগ্রেস জোট সরকার৷ এতে গোটা দেশে ছোট ছোট রাজ্য গঠনের আন্দোলনে যে ইন্ধন জোগাল, তাতে কংগ্রেসের রাজনৈতিক ফায়দা যতটুকু হবে তার চেয়ে ক্ষতি হবে বেশি৷ পৃথক তেলেঙ্গানা সমাধানের চেয়ে অনেক বেশি সমস্যা বাড়াবে৷ গোর্খাল্যান্ড, বোড়োল্যান্ড, বিদর্ভ, বুন্দেলখন্ড, হরিৎপ্রদেশ ও জম্মু রাজ্য গঠনের আন্দোলন কী করে সামলাবে কেন্দ্রীয় সরকার? পৃথক রাজ্যের দাবিতে আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷ সহিংসতার অশনিসংকেত স্পষ্ট৷ বিভিন্ন রাজ্যে গন্ডগোলের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে৷ ধন্যবাদ বিষয়টি সঠিক ভাবে তুলে ধরার জন্য৷ চুপী ,পূর্বস্থলী, বর্ধমান থেকে লিখেছেন মহ. হাফিজুর রহমান৷

‘ভারতে নারী গর্ভ ভাড়া এক লাভজনক শিল্প' আপনাদের এই প্রতিবেদনটি দেখে বড়ই অবাক হয়ে কিছু বক্তব্য জানাবার প্রয়োজন বোধ করছি৷ প্রায় জন্ম লগ্ন থেকে ভারতীয় নারীরা তাঁদের সতীত্ব বজায় রাখার জন্য নানরকম পূজা করেন৷ সেজন্য আর্থের বিনিময়ে গর্ভ ভাড়া খাটানো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী৷ তারপর ভাড়ার মূল্য সুলভ হওয়ায় পৃথিবীর সম্পদশালী রাষ্ট্রের দম্পতিরা ভারতকে বেছে নেবে৷ জন্ম হওয়ার পর সন্তান ভারতীয় হিসাবে গণ্য করা হবে৷ ফলে দম্পতিরা ভারত সরকারের উপর কতটা খড়্গ হস্ত হতে পারে সহজেই অনুমেয়৷ এইবার আমার প্রশ্ন হলো, ভাড়াটিয়া গর্ভ ধারিণীকে দম্পতি তাঁদের নিজস্ব রাষ্ট্রে নিয়ে গিয়ে সেখানে সন্তানের জন্ম দিতে পারেন, তবে কি সেই সন্তানকে সেই দেশের নাগরিক হিসাবে গণ্য করা হতে পারে? আপনাদের শুভ কামনায়৷ সুহৃৎ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন