আমাদের অভিনন্দন | পাঠক ভাবনা | DW | 19.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের অভিনন্দন

আমাদের ডি-এক্সার বন্ধু ইন্জিনিয়ার মন্জুরুল আলম রিপন (প্রেসিডেন্ট উত্তরণ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব) ও তাঁর স্ত্রী আরিফা আলম দোলন সম্প্রতি একটি...

পুত্র সন্তানের বাবা মা হয়েছেন৷ আমাদের অভিনন্দন৷ সালাউদ্দিন ডলার, চৌমহুনী, রাজশাহী, বাংলাদেশ৷

শুভেচ্ছা রইল, আশাকরি আপনারা ভাল আছেন৷ ডয়চে ভেলের ওয়েব সাইট নিয়মিত দেখছি৷ পডকাস্ট থেকে ফিচারগুলো ডাউনলোড করে বন্ধুদের শোনাচ্ছি৷ এতে ডয়চে ভেলের প্রতি তাদের আগ্রহ ও আকর্ষণ আরো বাড়ছে৷ নতুন আঙ্গিকের নতুন ফিচার ক্যাম্পাস ও সুরের ভূবন এখন পর্যন্ত ওয়েব সাইটে দেয়া হচ্ছেনা কেন ?

এফএম তরঙ্গে শুনতে না পারলেও দু:খ নেই৷ তবে অপ্রত্যাশিতভাবে কখনো শর্টওয়েভ বন্ধ করে দিয়ে যুগ যুগান্তরের শ্রোতাদের যেন কিছুতেই অবমূল্যায়ন করা না হয়৷ আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

নতুনদিল্লিতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল এবং বেষ্ট অফ ব্লগ বিজয়ী আলী মাহমেদের সাক্ষাৎকার ভালো লেগেছে৷ আনিসুর রহমান, সাতক্ষীরা, বাংলাদেশ৷

পোল্যান্ডে রাষ্ট্রপতির শেষকৃত্য প্রসঙ্গ, চীনের ভূমিকম্প, বাংলাদেশের খবর, বাংলাদেশের কুমীর জার্মানিতে রফ্তানি নিয়ে রাতের আয়োজন ছিলো একেবারে টাটকা ও বস্তুনিষ্ঠ৷ বিশ লাখ বছরের পুরনো কঙ্কাল নিয়ে বিজ্ঞান ডটকম এবং শ্রোতাবন্ধুদের চিঠিপত্র নিয়ে ইনবক্স ছিলো অসাধারণ৷ ঘেড়া মাঠ ছড়ানো গ্যালারীর রকমারী তথ্যাদি আকর্ষণীয়৷ শ্রবনমান ছিলো খুব ভালো ৷ চৈতালী ও ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়গঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

পশ্চিমের জানালায় বাংলাদেশী প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল রিয়াজের সাক্ষাৎকার খুব ভালো লাগলো৷ তাঁর অসাধারণ কাজ প্রশংসার দাবী রাখে৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷