আমার প্রথম চিঠি৷ | পাঠক ভাবনা | DW | 05.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমার প্রথম চিঠি৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ প্রতিদিন এই অনুষ্ঠান শুনে নানা অভিজ্ঞতা অর্জন করছি৷ সাফাত হোসেন সমুদ্র, ঝিনাইদহ, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা কিন্তু কখনো চিঠি লিখিনি, এটাই আমার প্রথম চিঠি৷ বাংলা অনুষ্ঠানে যে গান বাজানো হয় তা আর একটু বেশি সময় বাজানোর অনুরোধ রইলো৷ মোঃকামরুল হাসান, রাজশাহী, বাংলাদেশ৷

আমার শুভেচছা নেবেন,আসছে মুসলমানদের রোজার মাস৷এই মাসে অনেকে দিনের বেলায় রাস্তায় ধুমপান করেন আর এতে রোজাদারের ভীষণ কষ্ট হয়৷পবিত্র মাসের পবিত্রতা বজায় রাখা দরকার৷এই রমজান মাস নিয়ে একজন মুসলিম আলেমের মতামত ডয়চে ভেলের অনুষ্ঠান থেকে শোনার ভীষণ ইচেছ করছে আমার আশাকরি বিষয়টি ভেবে দেখবেন৷ মোঃ ছবরুল ইসলাম,তালুক হাবু হাই স্কুল,গজঘনটা,গংগাচড়া, রংপর, বাংলাদেশ৷

এক্সট্রা টাইম এবং জার্মান ভাষাশিক্ষার আসর বন্ধ করে দেওয়া হলো কেন ? খেলাধুলার পরিবেশনা থেকে আমরা অনেক ক্রীড়া বিশেষজ্ঞদের সাক্ষাৎকার পেতাম তা এখন বন্ধ৷ ডাঃএসএস ভট্টাচার্য্য, নবোদয় পল্লী, মেদেনীপুর, ভারত৷

গতকাল রাতের অধিবেশনে ভারতের কাশ্মির পরিস্হিতির ওপর রিপোর্ট, পাকিস্তানের বন্যা পরিস্হিতি, নিউ ইয়র্ক শহরের গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের ওপর রিপোর্ট এবং ফিচার পর্ব পশ্চিমের জানালায় বার্লিন শহরে মেক্সিকান রেস্তোরা নিয়ে সাক্ষাৎকারমূলক পরিবেশনা আর কিশোর কুমারের গাওয়া গানটি শুনে আমরা ভীষণ খুশি হয়েছি৷ আজকের গোটা অনুষ্ঠানমালা ছিল তথ্যের প্রাচুর্যে ভরা৷ এই জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ তবে প্রতিদিনই কি ধাঁধার ঘোষণা প্রচার করার প্রয়োজন আছে ? সপ্তাহে দু'দিন ধাঁধার ঘোষণা প্রচারই যথেষ্ট৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷