ইসরায়েল যেতে চান যিনি | পাঠক ভাবনা | DW | 13.12.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইসরায়েল যেতে চান যিনি

ইহুদি অধ্যুষিত দেশ ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের বৈরিতাভাব অনেকটাই স্পষ্ট৷ এরপরও দেশটি সম্পর্কে নানা তথ্য ডয়চে ভেলে থেকে জেনে, সেদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক পাঠক, আমাদের ফেসবুক পাতায়৷ তবে ভিন্ন মতও রয়েছে৷

‘‘ইসরায়েলের রাষ্ট্রভাষা যে হিব্রু ও আরবি, সেটা ডয়চে ভেলে থেকে জেনে খুবই খুশি হলাম৷ সৌদি আরবের সাথে যদি কোনো দিন ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়, তবে বাংলাদেশের সাথেও হবেই৷ তখন আমি ইসরায়েল যাওয়ার আশা রাখি এবং তিনটি ধর্মের পবিত্র স্থান জেরুসালেম এবং হজরত ঈসা আ. ও হজরত মুসা আ.-এর জন্মভূমি, পবিত্র স্থান সমূহ দেখার ইচ্ছা রাখি৷ সর্বশেষে বাইতুল্লাহ শরীফ ও নবী সা.-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের আশা রাখি৷''  ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্যটি করেছেন পাঠক সালেক মোহাম্মদ৷

পাঠক অঞ্জন ব্যানার্জি জানিয়েছেন,ইসরায়েলআয়তনে খুব ছোট দেশ৷ অথচ জ্ঞান, বিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা এবং প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত দেশ এটি৷

অন্যদিকে পাঠক রিপন মিয়ার মতে, ইসরাইল নাকি কোনো দেশই না, অবৈধ দখলদার৷ তাই সে দেশ সম্পর্কে জানার কোনো দরকার নেই৷

মোহাম্মদ আলীরও কিন্তু ইসরায়েল সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই৷ তাঁর মতে ইসরায়েল খুব খারাপ দেশ৷ আবার জোবায়ের হোসেনের কথায়, ‘‘ইসরায়েল আসলে অ্যামেরিকার সামরিক ঘাঁটি৷''

অন্যদিকে ইসরায়েস ও ইসরায়েলিদের সম্পর্কে বিমান কর্মকারের মন্তব্য: ‘‘সাহসী জাতি৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন