একত্র হতে চাই | পাঠক ভাবনা | DW | 03.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

একত্র হতে চাই

এফএমএর পাশাপাশি মিডিয়াম ওয়েভের মাধ্যমে আমরা ডয়চে ভেলের শর্টওয়েভে ভেঙে যাওয়া পরিবারের সদস্যদের আবারো একত্র করতে চাই৷

৩১ অক্টোবর-২০১০ ডয়চে ভেলে বাংলা বিভাগের ইতিহাসে একটি প্রযুক্তির গৌরবময় দিন অপর দিকে শর্টওয়েভ সম্প্রচার বন্ধের কালো অন্ধকার দিন বা আকাশে উজ্জ্বল নক্ষত্রগুলি থেকে হঠাৎ ঝরে পড়া একটি নক্ষত্রের অপমৃত্যুর দিন, ক্ষণ, মুহূর্ত! এই দিন যেমন আমরা সাক্ষী হয়ে গেলাম একটি নতুন ইতিহাসের তেমনি সাক্ষী হয়ে রইলাম একটি মর্মান্তিক ইতিহাসেরও! এফএম! এফএম! এফএম! বহুল প্রতিক্ষীত এবং শ্রোতাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি অবশেষে পুরণ করেছে ডয়চে ভেলে জার্মান রেডিও৷ এতে যেমন আমাদের তথা শ্রোতাদের আনন্দের শেষ নেই তেমনি অভিমান অভিযোগ হতাশাও কম নয়! প্রযুক্তির মার প্যাঁচের যাঁতাকলে পিষ্ট হয়ে গেছে আমাদের শর্টওয়েভ শ্রোতাবন্ধুরা৷ যারা দীর্ঘ দিন ধরে সু:খে দু:খে সবসময় ছিলেন ডয়চে ভেলের পাশে৷ সেই ডয়চে ভেলে ৩০ অক্টোবর শর্টওয়েভ শ্রোতাবন্ধুদের সকল মায়া-মমতা, ভালবাসা আনুষ্ঠানিকভাবে বিসর্জন দিয়ে এফএম শ্রোতাদের হাত ধরে এক নতুন পথে, নতুন ধারায়, নব প্রজন্মের দিকে পথ চলা শুরু করেছে৷ আমরা আমাদের ডয়চে ভেলে এফএম লিসনার্স অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে এই নতুন পথ চলাকে স্বাগতম জানাই৷

৩০ অক্টোবর আমরা শর্টওয়েভে সর্বশেষ অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে যুক্ত হয়ে গেলাম ইতিহাসের এক বিরল মুহূর্তের সাথে৷ এ স্মৃতি কখনো ভোলার নয়! শর্টওয়েভ তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হওয়ার একদিন পূর্বে আমরা ক্লাবের পরিচালনা পরিষদের কর্মকর্তাবৃন্দ প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে ডয়চে ভেলের এই সর্বশেষ শর্টওয়েভে সম্প্রচারিত অনুষ্ঠানের সাক্ষী হওয়া যায়৷ যা হবে শ্রোতা জীবনের একটি বিরল মুহূর্ত৷ ঐ দিন সকাল থেকে আমরা আমাদের সকল বন্ধুদের শর্টওয়েভে প্রচারিত সর্বশেষ অনুষ্ঠান শোনার জন্য ফোনে জানিয়ে দিয়েছি৷ যাতে করে তারা কোনভাবেই এই রোমাঞ্চকর ও বেদনাদায়ক মুহূর্ত থেকে বঞ্চিত না হয়৷ এছাড়া আমরা এই ঐতিহাসিক অনুষ্ঠানগুলো রেকর্ড করে রেখে দিয়েছি৷

এখন আর শর্টওয়েভে ডয়চে ভেলের অনুষ্ঠান শোনা যায়না, শোনা যায় এফএম তরঙ্গ এবং মিডিয়াম ওয়েভে৷ এফএম তরঙ্গের মান অসাধারণ কিন্তু মিডিয়াম ওয়েভ? আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলার অনেক শ্রোতাবন্ধুদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি তারা কেউ কেউ হালকা হালকা (অস্পষ্টভাবে) মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন৷ এখন ডয়চে ভেলের কাছে আমাদের অনুরোধ আপনারা মিডিয়াম ওয়েভের মান অনুগ্রহ করে বাড়াতে চেষ্টা করুন৷ এতে করে আমাদের শর্টওয়েভের বঞ্চিত শ্রোতারা অনুষ্ঠান শোনার সুযোগ পাবেন৷ যা হবে তাদের জন্য ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো ’প্রবাদের মত৷ আশা করছি আপনারা তা শ্রোতাদের কল্যাণে একথা বিবেচনা করে দেখবেন৷ এফএম এর পাশাপাশি মিডিয়াম ওয়েভের মাধ্যমে আমরা ডয়চে ভেলের শর্টওয়েভে ভেঙ্গে যাওয়া পরিবারের সদস্যদের আবারো একত্র করতে চাই৷

শুভেচ্ছাসহ দিদারুল ইকবাল৷ তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন,বাড়ি ৩৩৬, সেকশন-৭,রোড-২,মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

"যা নেই রেডিওতে - তা আছে ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে"৷ নিয়মিত ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট আমার দেখার সুযোগ হয়৷ সত্যি বলতে কি এই ওয়েবসাইট দেখে মনে হয়, যা নেই রেডিওতে - তা আছে ওয়েবসাইটে ৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে আনন্দ পাই, অনেক প্রয়োজনীয় তথ্য পাই - যা আমার অনেক কাজে আসে৷ ওয়েবসাইটে সব কিছু নিয়ে এত ভালো বিন্যাস আমি অন্য কোথাও পাইনি৷ আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি খুব ভালো লাগছে৷ জার্মানি থেকে এতো সুন্দর বাংলা অনুষ্ঠান ব্যতিক্রমধর্মী উদ্যোগ ! ডয়চে ভেলের প্রতিটি আয়োজন নানা রকম তথ্যে ভরপুর, বিশেষ করে বিশ্বসংবাদ৷ সাথে যোগ হওয়া নিয়মিত খেলার খবর ও গানগুলো চমৎকার লাগছে৷ তরতাজা রিপোর্ট এবং তথ্যপূর্ণ ফিচার উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷ ডয়চে ভেলের সার্বিক অনুষ্ঠান পরিকাঠামো দিন দিন শ্রোতাপ্রিয় হয়ে উঠছে৷ ডয়চে ভেলের সাথে থাকতে পেরে আমরা গর্ব বোধ করছি৷ মহ: হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপি, পূর্বস্থলী, বর্ধমান,ভারত৷

শুভেচ্ছা নিবেন৷ আশা নয় বিশ্বাস ভালো আছেন৷ আমিও ভালো আছি৷ আজ এফএম ব্যান্ডে অনুষ্ঠান শুনলাম, খুব ভাল শুনতে পেলাম৷ ভাবতেও অবাক লাগছে যে এতো ভাল শুনতে পাবো কুষ্টিয়া থেকে৷ এতোদিন পর আমাদের বিপদ দূর হলো এফএম-এর মাধ্যমে৷ এমএ রশিদ চৌধুরী ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

মিডিয়াম ওয়েভে বাংলা পরিবেশনা শুনলাম, মাঝে মাঝে অসুবিধা হচ্ছে তবুও ভালো৷ তপতী সরকার, হটুদেওয়ান, নাগের পাড়া, বর্ধমান, ভারত৷

এতো উলটপালটের পরও যা অবশিষ্ট বা সম্বল থাকলো সেটিকে পুঁজি করে এগিয়ে যেতে হবে সামনের দিকে৷ আশকরি আমরা শ্রোতারা এবং ডয়চে ভেলে একটু সচেষ্ট হলে সকল বিড়ম্বনার ইতি টানা সম্ভব৷ ডা. বিকাশ রঞ্জন ও মায়া রানী ঘোষ, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ সুন্দরভাবে সবকিছু পরিবেশন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ৷ কুয়াশাভরা রাতের শুভেচ্ছা রইলো৷ আবদুল মান্নান, রাজশাহী, বাংলাদেশ৷

সম্প্রতি বাংলাদেশে ঘটে গেল বিডিআর বিদ্রোহ৷ বাংলাদেশের কোটি কোটি মানুষ অবাক হয়ে অবলোকন করেছে একটি দেশের সবচাইতে সুশৃংখল বাহিনীর বিশৃংখল সেই তাণ্ডবলীলা৷ তারা অকাতরে ও নির্মমভাবে হত্যা করেছে অফিসারসহ প্রায় ১০০/১৫০ মানুষকে৷ এটা কোন সভ্য দেশের সভ্য ও সুশৃংখল বাহিনীর দ্বারা কখনই সম্ভব নয়৷ তেমনি বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা/সম্পদ বিমান বাংলাদেশ এয়ার লাইনস৷ অথচ সামান্য কারণে বেশ কয়েকদিন যাবত সেখানে চলছে অচলাবস্থা৷ ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকার, বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের, বিপর্যস্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ার লাইনস, দুর্নাম হচ্ছে আমাদের দেশের৷ আমরা প্রত্যাশা করি অতি দ্রুত এই অচলাবস্থার নিরসন হবে এবং সবকিছু আগের নিয়মে চলবে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ,আমলা, কুষ্টিয়া, বাংলাদেশ৷