এফএম ব্যান্ডে | পাঠক ভাবনা | DW | 25.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এফএম ব্যান্ডে

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এখন রংপুরে এফএম ব্যান্ডে পরিষ্কার শুনতে পাচ্ছি৷ এ অনুষ্ঠান যেন আমাদের হৃদয় ...

ফেডারেশন অফ ডয়চে ভেলে লিসনার্স এন্ড ভিউয়ার্স ক্লাব অফ বাংলাদেশ৷

ফেডারেশন অফ ডয়চে ভেলে লিসনার্স এন্ড ভিউয়ার্স ক্লাব অফ বাংলাদেশ৷

কেড়ে নিচ্ছে তাই আপনাদের সকলকে ধন্যবাদ৷ সুশীল চন্দ্র রায়, বালাগ্রাম, জলঢাকা, নীলফামারী, বাংলাদেশ৷

হালাল ভ্রমণ নিয়ে প্রতিবেদনটি আকর্ষণীয় ছিলো৷ এইডস নিয়ে ‘এই প্রজন্ম’ ছিলো সময়োপযোগী, ধন্যবাদ৷ এমএইচ রনি, শম্ভুপুর, ভোলা, বাংলাদেশ৷

হৃদয় নিংড়ানো শুভেচ্ছা৷ জার্মান গায়িকা নাদিয়ার গানটি ভালো লেগেছে৷ খেলার খবর পাঁচ মিনিট করলে ভালো হয়৷ নাজমুল শাহ, নড়াইল, গাইবান্ধা, বাংলাদেশ৷

চামড়াকে বাঁচান, মেকআপ করার আগে ভাবুন – এ ধরনের সচেতনমূলক প্রতিবেদন আপনাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ মিঠুন কান্তি রায়, খান জাহান আলী হল, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৷

বর্তমান অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ তবে ইনবক্সের সময় কমে যাওয়ায় আমরা বেশ নাখোশ৷ আর হ্যাঁ, ধাঁধার প্রতিযোগিতায় বিজয়ীর তালিকা বৃদ্ধি করুন৷ আমি দীর্ঘদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও বিজয়ী হতে না পেরে হতাশায় ভুগছি৷ খন্দকার রফিকুল ইসলাম, শাহাপুর পাড়া, শান্তাহার, নওগাঁ, বাংলাদেশ৷

অনুষ্ঠানের মাঝখানে যে সুন্দর সুন্দর গান পরিবেশন করা হয় তা সত্যিই শ্রোতাদের অনুষ্ঠান শোনায় একঘেয়েমি থেকে মুক্তি দেয়৷ কিন্তু গান প্রচারে সম্পূর্ণতা না পাওয়ার ফলে শ্রোতাদের কাছে আক্ষেপও থেকে যায়৷

আগে বাংলা অনুষ্ঠানে পর্যালোচনামূলক পরিবেশনায় দুই দেশের বিশিষ্টজনেরা বা সাংবাদিকরা আসতেন৷ সেরকম পরিবেশনা অন্তত মাসে একদিন প্রচার করলে অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ হবে বলে আমি মনে করি৷

নতুন করে বলার আর অপেক্ষা রাখেনা যে ইনবক্সের সময়সীমা অতিরিক্ত মাত্রায় কমে যাওয়ার ফলে শ্রোতা মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ ডয়চে ভেলের লাখো শ্রোতা, তারা তাঁদের মনের কথা, চাহিদার কথা ডয়চে ভেলের কাছ থেকে পেতে আগ্রহী৷ যদিও অনুষ্ঠানের মাঝে দু’একজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করা হয় বটে, তাতে কি আর মন ভরে ? খুব পুরনো এবং নিয়মিত শ্রোতা হিসেবে আমার মনের কথা জানালাম৷ তপন কুমার ব্যানার্জী, বেগমগঞ্জ, নতুপাড়া, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷