ওয়েবসাইটের নতুন আঙ্গিক পছন্দ হয়েছে | পাঠক ভাবনা | DW | 22.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ওয়েবসাইটের নতুন আঙ্গিক পছন্দ হয়েছে

বাংলা ওয়েবসাইটের নতুন আঙ্গিক সম্পর্কে নওগাঁর পাঠক দেওয়ান রফিকুল ইসলাম রানার মন্তব্য, ‘‘নতুন ওয়েবপেজ চমত্‍কার হয়েছে, নানা তথ্যে ভরপুর থাকছে যা আমাদের অনেক উপকারে আসছে৷''

ফেসবুক পেজ নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘‘মজার মজার ও সুন্দর তথ্য দিয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য অনেক ধন্যবাদ৷ আমাদের ক্লাবের সকল সদস্য নিয়মিতভাবে ওয়েবপেজ ভিজিট করি এবং অন্বেষণ দেখি৷ নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করে থাকি৷ মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব রাখছি৷ সেই সাথে পুরস্কারের মান আরো উন্নত করা প্রয়োজন৷''

পরের ইমেলটি পাঠিয়েছেন পাঠক সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷ তিনি লিখেছেন, ওয়েবপেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ের ওপর ডয়চে ভেলের সংবাদভাষ্যগুলি খুব গুরুত্ব দিয়ে পড়ছি আর খুবই ভালো লাগছে৷ জার্মানি সহ ইউরোপের দেশগুলিতে শরণার্থী সমস্যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক স্তরে অনেক আলোচনা-সমালোচনা সম্পর্কে ওয়েবসাইটের পাতায় অনেক প্রতিবেদন এর আগে পেয়েছি, আর জানতে পেরেছি এই সমস্যা সম্পর্কে৷

– মতামত জানিয়ে ইমেল পাঠানোর জন্য দু'জনকেই অনেক ধন্যবাদ৷ অন্য বন্ধুরাও লিখবেন৷ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, এখন প্রতিদিনই পাঠক বন্ধুদের পাঠানো গুরুত্বপূর্ণ মতামত আবার আগের মতোই ‘পাঠক ভাবনা' পাতায় তুলে ধরা হচ্ছে৷ কাজেই আমরা চাই আরো বেশি বেশি আপনাদের অংশগ্রহণ, তবেই শুধু এই পাতাটির গুরুত্ব বজায় থাকবে৷ পাঠক বন্ধুদের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷ আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমরা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন