কী লজ্জার ব্যাপার! | পাঠক ভাবনা | DW | 24.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কী লজ্জার ব্যাপার!

মাথা হেঁট হয়ে গেল, ‘রাতের কলকাতা আর একেবারেই নিরাপদ নয়’ প্রতিবেদনটি পড়ে৷ লজ্জার হলেও, প্রতিবেদক কলকাতার বাস্তব চিত্রটাই তুলে ধরেছেন৷ এখন তো খবরের কাগজ খুললেই শ্লীলতাহানি আর ধর্ষণের খবর ব্যাপক আকারে চোখে পড়ে৷

মিডিয়ার নজরের বাইরে থেকে যায় আরও বহু ঘটনা৷ শুধু কলকাতা নয়, ভারতের বেশ কিছু শহরের অবস্থা ভয়াবহ৷ মাঝে মাঝে ভাবি, হঠাৎ হলো কি দেশটার৷ যে দেশে অনাদিকাল থেকে পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করার কথা শেখানো হয়ে আসছে, সে দেশ এতটা নীচে নামল কী করে! এ পাশ্চাত্যের ভোগবাদী সভ্যতার অক্ষম অনুকরণের ফল কিনা জানি না৷ তবে এটুকু বলা যায় এখনই লাগাম পরাতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য৷ পাথরডিহি ,বাঘমুন্ডী, পুরুলিয়া থেকে এই ই-মেলটি লিখে পাঠিয়েছেন পাঠক বন্ধু কেকা প্রধান৷

‘রাতের কলকাতা আর একেবারেই নিরাপদ নয়' শীর্ষক লেখাটি পড়লাম আর খুব ব্যথিত হলাম ফরাসী তরুণীটির মদ্যপদের দ্বারা আক্রান্ত হবার কথা জেনে৷ নিউজ লেটার নিয়মিত পাচ্ছি নিজে পড়ছি অন্যদের পড়ার সুযোগ করে দিচ্ছি৷ বিধান চন্দ্র টিকাদার,গুলশান-১, ঢাকা থেকে লিখেছেন৷

আমার শুভেচ্ছা জানবেন পবিত্র রমজান মাসে তেমন একটা লেখার সুযোগ পাচ্ছি না৷ আমার অনেক দিনের দাবি সমাজ উন্নয়নমূলক কিছু প্রতিবেদন তৈরি করেন যেগুলো জানলে মানুষের মনের একটা পরিবর্তন আসবে এবং সমাজের অনেক কুসংস্কার দুর্নীতি, ঘুস, মিথ্যা বলা, সুদ ইত্যাদি দূর হবে৷ আমি বিশ্বাস করি আপনারা সমাজের অনেক পরিবর্তন করতে পারেন৷ সুতরাং আমি জোর দাবি জানাচ্ছি উক্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি দেবার জন্য৷ ভালো থাকবেন৷

শুভেচ্ছান্তে, সাখাওয়াত হোসেন বিদ্যুত (সহকারী শিক্ষক) কানুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসা, খড়িখলী, ঝিনাইদহ থেকে৷

-ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন