‘গাইযাত্রা প্রাইড ফেস্টিভাল' | পাঠক ভাবনা | DW | 14.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘গাইযাত্রা প্রাইড ফেস্টিভাল'

পাঠক প্রদীপ বসাকের মন্তব্য, ‘‘সমাজ সংস্কৃতি পাতায় ‘হিমালয়ের অহংকার: নেপালে এলজিবিটি প্যারেড' – এই ছবিঘরটি থেকে নেপালের ‘লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার' সম্প্রদায়ের প্যারেড সম্পর্কে অনেক তথ্য জানলাম৷''

প্রদীপ লিখেছেন, ‘‘আরো জানলাম ‘গাইযাত্রা প্রাইড ফেস্টিভাল' প্রসঙ্গে৷ ভালো লাগলো সমকামী বিয়ে সম্পর্কে জানতে পেরেও৷ এই বিষয়ে সুন্দর সাজানো গোছানো ছবিঘরটির জন্য ধন্যবাদ আপনাদের সকলকে৷ প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, ভারত৷''

পরের ই-মেলে পাঠক ডা.অসিত কুমার দাশ মিন্টু লিখেছেন, ‘‘বিএনপি কি কর্মসূচি দেবে? কারণ বিএনপির কোনো আদর্শ নাই৷ ৫ জানুয়ারি নির্বাচন বয়কট করে বিএনপি মারাত্বক ভুল করেছে৷ সুতরাং বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷''

তিনি আরো লিখেছেন, ‘‘আমাদের দেশে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে এবং এতে প্রচুর লোক মারা যায়৷ কিন্তু এর কোনো প্রতিকার হয় না৷ ফলে প্রতি নিয়ত নৌ দুর্ঘটনা ঘটেই চলেছে৷ আমরা এর প্রতিকার কামনা করছি৷ ডা.অসিত কুমার দাশ মিন্টু, চট্রগ্রাম, বাংলাদেশ৷''

পরের মতামতটি এসেছে ঢাকার পাঠক বন্ধু সোহেল রানার কাছ থেকে৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল৷​সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সম্পর্কে অনেক তথ্য জানলাম৷ আসলে এই রিপোর্টটি কোনোভাবে আমার চোখ এড়িয়ে গেছে৷ তাই আজ নজরে এলো৷ দারুণ তথ্য পেলাম৷ তাছাড়া ছবিগুলোও দারুণ৷ আমি বেড়াতে পছন্দ করি৷ তাই এই সংক্রান্ত বিষয়গুলো আমাকে খুব টানে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে এই তথ্যটি দেবার জন্য৷''


তাঁর পরের মন্তব্য, ‘‘মালয়েশিয়ায় নগ্ন ক্রীড়া প্রতিযোগিতার খবর শুনে ভালো লাগলো না৷ আপনারা হয়ত মনে করছেন খবরটি সবাইকে জানাতে পেরেছি৷ কিন্তু আমরা যারা মনে প্রাণে মুসলিম তারা কখনই এই ধরনের রিপোর্ট চাইবো না৷ যা হোক, যারা করেছে তাদের বোধোদয় হোক, এই কামনা করি৷''

- ধন্যবাদ সবাইকে

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন