চলৎশক্তি হারিয়ে ফেলি | পাঠক ভাবনা | DW | 29.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চলৎশক্তি হারিয়ে ফেলি

আমি ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি আমার স্কুল জীবন থেকে৷ তখন শুধুমাত্র শর্টওয়েভ এবং ভোর বেলায় মিডিয়াম ওয়েভে শোনা যেতো৷ মাঝখানে পেশাগত কাজের চাপে আর অনুষ্ঠান শোনা হয়ে ওঠেনি৷ গত জুলাই ...

মাসে ক্যালশিয়াম জেল লিক হয়ে চলৎশক্তি হারিয়ে ফেলি৷ সারাদিন শুয়ে কী করি? শুরু করি এফএম শোনা৷ এবং অবাক কাণ্ড ডয়চে ভেলে !!! এখন অনেকটা সুস্থ৷ তিন বেলা ট্রাকশন নিতে হয় আর সেই সঙ্গে নতুনকরে উপভোগ করছি ডয়চে ভেলে৷ ডয়চে ভেলে পরিবারকে ধন্যবাদ৷ এম রুবাউল্লাহ খান, ১৯ টুটপাড়া মেইন রোড, খুলনা, বাংলাদেশ৷

আমি আপনাদের নতুন বন্ধু, ডয়চে ভেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ বিশ্বসংবাদ, ফিচারপর্ব, গান সবই আমার ভালো লাগে৷ আর অনুষ্ঠানের শেষের মজার খবরটুকু আমাকে পুরো অনুষ্ঠান শুনতে যেন বাধ্য করে৷ মোঃ মশিউর রহমান, যাদুরহাট, নীলফামারী, বাংলাদেশ৷

গতকালের ওয়েবসাইটের পাতাগুলো দেখলাম, ভালো লাগলো সকল পাতার লেখাগুলো৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সকল অনুষ্ঠান আমরা বাড়িতে সকলে মিলে একসাথে শুনি৷ বিজ্ঞান ডটকম পর্বটি আমাদের খুব ভালো লাগে৷ আমাদের একটি প্রস্তাব আছে, সেটি হলো মাসিক ধাঁধা প্রতিযোগিতার পুরস্কার শুধু রেডিও, আইপড নয়৷ পুরস্কার হিসেবে মোবাইলও দেওয়া হোক৷ যাদের মোবাইল আছে, তাঁরাও আপনাদের ওয়েবসাইটের আনন্দ উপভোগ করতে পারেন৷ কৃষ্ণদাস অধিকারী, দত্ত বারুতিয়া, মুর্শিদাবাদ, ভারত৷

আমি ডয়চে ভেলের একজন গুণমুগ্ধ নিয়মিত শ্রোতা৷ আপনাদের তথ্যসমৃদ্ধ প্রত্যেকটি পরিবেশনা আমার খুবই ভালো লাগে৷ তাই আমি ডয়চে ভেলেকে খুবই নির্ভরশীল মনে করি৷ কিন্তু মাঝে মাঝে আপনারা অপূর্ণাঙ্গ তথ্য পরিবেশন করেন, যা আমাদের সত্যিই বিভ্রান্ত করে৷ মোঃ রবিউল আউয়াল, আরিদ ছাত্রাবাস, গুড়াতীপাড়া, রংপুর, বাংলাদেশ৷

আমি রাজশাহী সরকারী সিটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি এবং আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা৷ ডয়চে ভেলের অনুষ্ঠান আমাকে বেশ আকর্ষণ করে কারণ অনুষ্ঠানে তথ্যমূলক খবরতো থাকেই, আরো থাকে বিনোদনের ব্যাবস্থা৷ আমি বিজ্ঞানের ছাত্র হওয়ায় আপনাদের অনুষ্ঠানের বিজ্ঞান বিষয়ক পরিবেশনাগুলো আমাকে বেশি আকৃষ্ট করে৷ তাই বিজ্ঞান বিষয়ক পরিবেশনা আরো বাড়ানোর অনুরোধ করছি৷ এসএম তিতুমীর আরাফাত, ২৪, শান্তিবাগ, সিরোইল, ঘোড়ামারা, রাজশাহী, বাংলাদেশ৷