ছবিঘরগুলো দৃষ্টি আকর্ষণ করে | পাঠক ভাবনা | DW | 11.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ছবিঘরগুলো দৃষ্টি আকর্ষণ করে

‘‘ডয়চে ভেলের ছবিঘর আমাদের মত পাঠকদের এক অন্য রকম দৃষ্টি আকর্ষণ করে৷ এটা সত্যিই অসাধারণ৷ গ্যালারিতে ম্যার্কেলের এই ছবি জার্মান দলকে অনুপ্রেরণা যোগাবে,সাহস দেবে ২০১৪-র বিশ্বকাপ ছিনিয়ে আনতে৷''

সেমি ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল জার্মানি৷ ২৯ মিনিটে এতো গোল অবিশ্বাস্য হলেও সত্য৷ এই গোলগুলো দেখে মনে হলো প্রথম গোলের রিপ্লে দেখাচ্ছে৷ কিন্তু না, জার্মান ভক্তদের অবাক করতেই জ্বলে উঠেছিল ৩ বারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ফাইনালে দেখা হবে মেসি, ডি মারিয়াদের সাথে৷ তাই লামের দলের জন্য রইল আমার শুভকামনা৷ ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে এমএ বারিক এভাবেই বিশ্বকাপ ফুটবল সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন৷


পরের ই-মেলটিও ফুটবল সম্পর্কে৷ হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রদীপ বসাক লিখেছেন, ‘‘অভিনন্দন আমার প্রিয় জার্মান ফুটবল দলকে৷ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এ ওঠার জন্য আমার শুভেচ্ছা রইলো৷ ফাইনাল খেলায় জার্মানিই বিজয়ী হবে৷''


এবার সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত থেকে ‘‘জন্ম দিয়ে মায়ের হাতে ৬ সন্তানকে গোপনে হত্যা'' প্রতিবেদনটি সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন এ ভাবে, ‘‘খবরটি খুবই চাঞ্চল্যকর৷ প্রতিশোধ, প্রতিহিংসা বা ঘৃণার মতো কোনো কারণেই পর পর ৭ সন্তানকে মেরে ফেলার মতো ঘটনা সাধারণত দেখা যায় না৷ মানসিক দিক থেকে পুরোপুরি সুস্থ কোন মায়ের পক্ষে নিজের গর্ভের সন্তানকে নিজ হতে মেরে ফেলা কোনোমতেই সম্ভব নয়৷ কী ধরনের অপরাধ প্রবণতা বা কী ধরনের মানসিক অনুভূতি এ ক্ষেত্রে কাজ করেছে, তা একমাত্র মনোবিদ বিশেষজ্ঞরাই বলতে পারেন৷''

-বিশ্বকাপ ফুটবল এবং ওয়েবসাইটের প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর জন্য ধন্যবাদ সবাইকে৷ সবাই ভালো থাকুন আর উপভোগ করুন বিশ্বকাপ ফুটবল খেলা৷ বন্ধুরা, ফাইনাল খেলা নিয়ে থাকছে আমাদের একটি বিশেষ প্রতিযোগিতা৷ নিয়মিত নজর রাখুন ডয়চে ভেলের ওয়েবসাইটে ফেসবুকে !

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন