জার্মানিতে ইন্টারনেট স্কুল, আরো কত কি... | পাঠক ভাবনা | DW | 05.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে ইন্টারনেট স্কুল, আরো কত কি...

‘‘জার্মানির একমাত্র ইন্টারনেট স্কুল, গাজায় ইজরায়েলের হামলার প্রেক্ষিতে জার্মানিতে প্রতিবাদ, জার্মানির রাজনীতি সচেতন তরুণ প্রজন্মের ভোটাধিকারের দাবি নিয়ে পরিবেশনাগুলো থেকে অনেক তথ্য পেয়ে ভালো লাগলো৷''

এভাবেই লিখেছেন নতুন দিল্লি থেকে পাঠক সুভাষ চক্রবর্তী৷ তিনি লিখেছেন, ‘‘জার্মানির বিশ্বকাপ জয়ের পরই জার্মানির অনূর্ধ্ব-১৯ দলের সম্প্রতি ইউরোপ সেরার স্বীকৃতি পাওয়াটা জার্মান ফুটবলের পক্ষে খুবই খুশির খবর৷''

সুভাষ চক্রবর্তী তাঁর লম্বা ই-মেলে আরো লিখেছেন, ‘‘ভালো লাগলো ‘বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলারদের পরিবার' এবং ‘বসফরাসের সুন্দর স্থাপত্য হাজিয়া সোফিয়া' নিয়ে ছবিঘরের পরিবেশনা৷

ইউরোপকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করা বসফরাস প্রণালী (কন্সট্যান্টিনোপল প্রণালী) প্রাচীনকাল থেকে বাণিজ্যগত ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ৷ এই প্রণালী কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে এক গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ৷ আধুনিক ইতিহাসে এই প্রণালীকে ঘিরে বেশ কিছু যুদ্ধও হয়েছে৷ সব দিক থেকেই এই প্রণালী এবং সংলগ্ন এলাকা যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব বহন করে থাকে৷ তবে ছবিঘরের ১০টি ছবির মধ্য দিয়ে এই প্রণালীর অন্য একটি গুরুত্বপূর্ণ দিকের সাথেও পরিচিত হতে পারলাম৷''

এছাড়া বন্ধু সুভাষ চক্রবর্তীর কথায়, ‘‘চায়ের দেশ চীনে কফির জয়যাত্রা শীর্ষক পরিবেশনে চীনাদের কফির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ সম্পর্কে জানতে পারলাম৷ সেই সাথে ‘জার্মানদের চায়ের কদর' এবং ‘কফি পানে জার্মানরা এগিয়ে' সম্পর্কিত পুরানো ছবিঘর দুটোর স্মৃতি-চারণ ভালো লাগলো৷''

পরের ই-মেলে গোপালগঞ্জের জলির পাড় থেকে বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, ‘‘বার্লিনে কাঠবিড়ালদের জন্য সেতু' শিরোনামের লেখাটি খুব ভালো লেগেছে৷ এছাড়া বিভিন্ন প্রাণীদের ছবি দেখলাম যা ভালো লাগলো৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন