জৌলুস হারাচ্ছে গাছপালারা | পাঠক ভাবনা | DW | 06.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জৌলুস হারাচ্ছে গাছপালারা

মহান বিজয় দিবস উপলক্ষে ডয়চে ভেলের সকল শ্রোতা, কলাকুশলীকে জানাই অগ্রিম কৃষ্ণচূড়ার লাল শুভেচ্ছা৷ বিজয় দিবস উপলক্ষে ডয়চে ভেলে হতে জেমসের বাংলাদেশ গানটি শুনতে চাই৷

এছাড়াও বিজয়ের মাসে প্রতিদিন একটি করে দেশাত্ববোধক বা স্বাধীনতার গান প্রচারের অনুরোধ রইল৷

ডয়চে ভেলের অনুষ্ঠান বরাবরই ভালো, এনিয়ে নতুন করে বলার কিছুই নেই,তবে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রচারের জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ কিন্তু কাশ্মীর নিয়ে কোন খবর এখনও প্রচার হয়নি৷ কিন্তু কেন, জানতে চাই?

বাংলাদেশের এনজিওগুলোর কর্মকাণ্ড নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান তৈরির জন্য প্রস্তাব করছি, যাতে থাকবে এনজিওগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ কোথায় পায়, কিভাবে তা খরচ করে এবং আদৌ কি তা সঠিকভাবে ব্যয় করছে কিনা ইত্যাদি৷ আশাকরি বর্তমানে গ্রামীণ ব্যাংকের ঘটনা ডয়চে ভেলেকে একটি ধারাবাহিক পরিবেশনা তৈরি করতে অনুপ্রাণিত করবে৷ ধন্যবাদান্তে, মাহফুজ,ঝাকুনীপাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

আমি জার্মান রেডিওর একজন পুরাতন শ্রোতা ৷ ১৯৯৪-১৯৯৭সাল পর্যন্ত নিয়মিত শ্রোতা ছিলাম৷ তখন ডয়চে ভেলে থেকে একটা রেডিও জিতেছিলাম যদিও সেটা হারিয়ে ফেলেছি৷ সে যাই হোক এখন আমার প্রশ্ন হল, মেইল বা মেসেজ করে কুইজের উত্তর দেওয়ার সময় কি ঠিকানা দিতে হবে ?

পরের প্রশ্ন, ক্লাব গঠন করতে চাই , কি করতে হবে ? রিয়াজ মাহমুদ, বাংলাদেশ৷( পুরো ঠিকানা লেখা নেই)

উত্তর: অবশ্যই এসএমএস বা ইমেইলে নাম ঠিকানা দিতে হবে৷ লটারিতে বিজয়ী হলে পুরো ঠিকানা ছাড়া তো আর পুরস্কার পাঠানো সম্ভব নয়, তাইনা?

খুবই আনন্দের কথা যে আপনি একটি শ্রোতাক্লাব গঠন করতে চান৷ নিয়মাবলী জানতে চলে যান আমাদের ওয়েবসাইটে আপনাদের মতামত’ পাতায়, সেখানে ক্লাব-এ ক্লিক করলেই পেয়ে যাবেন, ক্লাব গঠন করার নিয়মাবলী সহ অন্যান্য তথ্য৷

আশা করি ভালো আছেন৷ আপনাদের দোয়ায় আমি এবং আমাদের ক্লাব সদস্যরা বেশ ভালো আছি৷ নিয়মিত সকাল ও রাতের অনুষ্ঠান শুনছি এবং ওয়েব সাইট দেখছি৷ ওয়েবসাইট খুব ভালো লাগছে কারণ ডয়চেভেলের বাংলা ওয়েব পেজটি খুবই গোছালো ও তথ্য সমৃদ্ধ৷ তবে মিডিয়াম ওয়েভের  বর্তমান শ্রবণমান খুব ভালো নয়৷ ভালো লাগছে নিয়মিত  খেলার খবর এবং গান৷সুন্দর, আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দেবার জন্য আপনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই৷

ডয়চেভেলের বাংলা অনুষ্ঠান আমরা ক্লাবের বন্ধুরা একা শুনি না৷ যখনই সময় পাই তখনই নতুন আরো ৫/১০ জনকে সাথে নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি৷ যার ফলে বর্তমানে আমাদের এলাকায় ডয়চেভেলের বাংলা অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা ক্রমশই বেড়েই চলছে৷ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পাঠানো মতামত অনুষ্ঠানে পড়া হচ্ছে এবং ছোট ছোট প্রশ্নেরও উত্তর দেয়া হচ্ছে৷ আপনারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক তা চিঠি পড়লেই বুঝতে পারি৷ আমাদের বিশ্বাস আপনাদের সাথে দীর্ঘদিন সম্পর্ক ধরে রাখতে পারবো৷

আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব মূলত ৪টি৷ প্রথম, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবারাহ করা৷ দ্বিতীয়, লোকজনকে জ্ঞানদান করা৷ তৃতীয়, মানুষকে প্রভাবিত করা৷ চতুর্থ, বিনোদন দান করা৷ বিবেক বুদ্ধির অধিকারী সামাজিক জীব হিসেবে এই চারটি বিষয় মানব সত্ত্বার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা ডয়চেভেলে তার শ্রোতাদের জন্য প্রচার করে আসছে৷ এই ধারা আজীবন ধরে রাখার জন্য অনুরোধ কছি৷ মহ: হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান, ভারত৷  

সুপ্রিয় বন্ধুরা, ৩ ডিসেম্বর আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিলাম৷ প্রতিবন্ধীরাও যে আমাদের সমাজেরই মানুষ, এরা সমাজে অবাঞ্ছিত নয় - এ বিষয়টি নিয়ে সেমিনারে আলোচনা করা হয়৷ সংগীতানুষ্ঠানে ক্লাব সদস্যগণ দেশাত্মবোধক, আধুনিক, পল্লীগাতি, লালনগীতি, নজরুলগীতি ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন৷ ধন্যবাদান্তে-মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

অনেক দিন পরে আপনাদের আবার লিখছি৷ সময় এবং সুযোগ দুটোরই স্বল্পতার কারণে এতোদিন লেখা হয়নি৷ আমি এখন আফ্রিকার কঙ্গোতে অবস্থান করছি৷ আমি এখান থেকে অন লাইন-এ আপনাদের অনুষ্ঠান শুনছি এবং নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করছি৷ বর্তমানে যতগুলো বেতার কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচার হয় তার মধ্যে ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট সব থেকে বেশি সুন্দর এবং তথ্যবহুল৷ 

সকালের অনুষ্ঠানে 'ইন্টারনেটের প্রভাবে জৌলুস হারাচ্ছে গাছপালারা' শিরোনামে পরিবেশনাটি শুনে খুব ভালো লাগলো৷ সেই সাথে আফসোস হলো বিজ্ঞান আমাদের যেমন জীবনযাত্রারা মান উন্নত থেকে উন্নততর করে দিচ্ছে, বিনিময়ে আমাদের জলবায়ু ও পরিবেশের যে ক্ষতি করছে তা আমরা আপাতদৃষ্টিতে দেখতে  বা বুঝতে পারি না৷ এ ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে৷ সালাহউদ্দীন সাজন, কঙ্গো৷

গতকাল সকালের অনুষ্ঠানে প্রচারিত ভূতের গানটা আমার ভীষণ ভালো লেগেছে৷ আকাশে উড়া টেরসরের কথা অসাধারণ! ভালো লাগলো যে আপনারা ছোটদের একেবারে ভুলে যাননি৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷