‘ডয়চে ভেলে অসাধারণ’ | পাঠক ভাবনা | DW | 13.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে অসাধারণ’

অফুরন্ত প্রেমময় ভালবাসা নিবেন৷ শ্রোতাদের যুগোপযোগী চাহিদা মেটাতে আপনাদের অনুষ্ঠানমালা সত্যিই অসাধারণ৷ আমি প্রতিদিনের অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাই৷

যা অন্য কোন মিডিয়ায় এতটা পাওয়া যায়না৷ বিশ্বের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন প্রতিবেদন ভীষণভাবে ভাল লেগেছে৷ অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে হলে কিছু কিছু সিরিজ সংযোজন করা দরকার যেমন নারীর অধিকার, আপনার স্বাস্থ্য, কবিতা এবং সড়ক দুর্ঘটনা৷ বর্তমানে নতুন আঙ্গিকের অনুষ্ঠান শুনে আমরা সত্যিই আনন্দিত৷ বিচিত্রমূখী আয়োজন আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে৷ আমরা বিশ্বের বেশক'টি বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি জনকল্যাণ ও জনসচেতনতামূলক কাজ করে থাকি৷ এছাড়া দেশ বিদেশের অনেক শ্রোতা বন্ধুর সাথে ফেসবুক ফোনের মাধ্যমে সৌহার্দ সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলেছি৷ ডা. এস এম এ হান্নান,সম্পাদক

পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, পাবনা থেকে লিখেছেন৷

- ধন্যবাদ ভাই হান্নান, আপনার আজকের লেখা ই-মেলটি পেলাম৷ তবে চিঠির বিষয়বস্তু ঠিক বুঝলাম না৷ কারণ আমাদের রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে বেশ কয়েকমাস আগে৷ এই ই-মেলটি কি আপনি অন্য কোনো বেতারে পাঠাতে চেয়েছিলেন? আপনি আমাদের ওয়েবসাইটের প্রতিবেদনগুলো পড়ে থাকলে সে সম্পর্কে মতামত জানালে খুশি হবো৷ আর আমাদের টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' কি দেখছেন ? আগামীতে জানাবেন, কেমন৷ শুভেচ্ছা রইলো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন