নদীর স্রোতের মতো | পাঠক ভাবনা | DW | 19.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নদীর স্রোতের মতো

নিয়মিত ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি৷ ডয়চে ভেলে নদীর স্রোতের মতো বয়ে চলেছে৷ নেই ক্লান্তি, নেই কোন বিশ্রাম৷ ডয়চে ভেলে অন্ধকার সমাজকে আলোকিত করছে, প্রচার করছে তথ্যবহুল নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ৷

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনার চুলচেরা বিশ্লেষণ৷ অনুষ্ঠান ভালো লাগছে৷ বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা ভালো নয় তাই অনুষ্ঠান শুনতে বেশ কষ্ট হয়৷ মোঃ মিজানুর রহমান, মশিপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলে পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা৷ আমি আমার পরিবারের সবাই ও বন্ধুদের নিয়ে জার্মান প্রীতি রেডিও ক্লাব নামে একটি নতুন ক্লাব গঠন করেছি৷ নামটি পছন্দ হয়েছি কি? মোঃ আহসান, কাটাখালি, মুন্সিগঞ্জ, বাংলাদেশ৷

আমি তোমাদের সব অনুষ্ঠান শুনি এবং ভালো লাগে৷ ওয়েবসাইট দেখি নিয়মিত৷ তোমাদের অনুষ্ঠানে প্রচারিত বাংলা গানও খুব পছন্দ করি৷ তোমাদের পূজো নিয়ে পরিবেশনাও ভালো লেগেছে৷ রোহান, আরাপাড়া, কালিগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের এফএমএর অনুষ্ঠান রাজশাহীতে বেশ ভালো শোনা যাচ্ছে তবে ঘরের বাইরে বেশি ভালো শোনা যায়৷ সবার প্রতি রইলো ভালোবাসা৷ আশফাকুল, বাসুপাড়া, নন্দনগাছী, রাজশাহী, বাংলাদেশ৷

প্রীতিও শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলে প্রচারিত তত্ত্ব ও তথ্যভিত্তিক অনুষ্ঠানমালা আমার ভীষণ ভালো লাগে৷ আপনাদের সাবলিল উপস্থাপনা এবং ছন্দময় সরল প্রকাশ ভঙ্গি চমৎকার৷ এমন হৃদয় ছোঁয়া অনুষ্ঠানমালা উপহার দেওয়ার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ৷ এমন পরিপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে কোন পরামর্শ দেবার দুঃসাহস আমার নেই৷ তবে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সাম্প্রতিক বিস্ময়কর ঘটনা ও আবিষ্কারের সংবাদ যদি অনুষ্ঠানে তুলে আনেন তাহলে কিছুই অপূর্ণ থাকতো না৷ আলী আজগর আবীদ, নন্দিগ্রাম, দূর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ৷

যদি আমার এসএমএস পেয়ে থাকেন তাহলে আমার নাম অনুষ্ঠানে বলবেন৷ নতুন শ্রোতা হিসেবে অনুপ্রাণিত হবো৷ মো:তারিকুজ্জামান উজ্জল,বড়বাড়িয়া, মিরপুর,কুষ্টিয়া,বাংলাদেশ৷

ডয়েচে ভেলের সব পরিবেশনা ভাল লাগলেও ফিচার পর্বগুলোর পুনঃপ্রচার একটু একঘেয়েমি লাগে৷ এ ব্যাপারে একটু ভেবে দেখবেন কেমন! আমার পাঠানো এসএমএস গুলো পৌঁছেছে কি না জানি না৷ পেলে অবশ্যই উওর দিবেন৷ মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শোতা সংঘ, কাশিপুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম,বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে তাই এসএমএস না করে থাকতে পারলাম না৷ অনুষ্ঠানে আমার নাম বললে খুব খুশি হবো৷ মোঃ আহাদ আলী সরকার, মিঠাপুকুর, রংপুর, বাংলাদেশ৷

আপনাদের সংবাদে সবসময়ই ভিন্ন কিছু পাওয়া যায় আর সেজন্যই খুব ভালো লাগে৷ লিজা, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়েচ ভেলে পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা,আমি ডয়চে ভেলে নিয়মিত শুনছি এবং খুব ভাল লাগছে,তাই কয়েকজন বন্ধুকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে বলেছি৷ মোঃ জমির উদ্দিন, কাকন হাট, গোদাগাড়ি, রাজশাহী, বাংলাদেশ৷