‘নারীরা গণতান্ত্রিক দেশে বাস করে আর সেটাই অনেকে মানতে নারাজ' | পাঠক ভাবনা | DW | 15.05.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নারীরা গণতান্ত্রিক দেশে বাস করে আর সেটাই অনেকে মানতে নারাজ'

মেয়েদের মোটরসাইকেল চালানো নাকি সমাজের অনেকেই ‘ভালো চোখে দেখে না'৷ তবে ডয়চে ভেলের পাঠকদের অনেকেরই কিন্তু এ সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে৷ আর এমনটাই তারা ফেসবুক পাতায় লিখেছেন৷

এ সম্পর্কে ডয়চে ভেলের পাঠক মাহবুব কবির মনে করেন মানুষের মানসিকতার পরিবর্তন দরকার৷ তবে মেয়েদের মোটরসাইকেল চালানোকে ভালো চোখে না দেখার কারণ হিসেবে পাঠক আশরাফ দেওয়ান বলছেন,  ‘‘অনেকেই নারীদের এসব অধিকার সহ্য করতে পারেনা৷ তাছাড়া নারীদের মধ্যে সাহসের অভাব৷''

পাঠক হোসেন কিন্তু বেশ জোর দিয়ে লিখেছেন, ‘‘নারীরা অবশ্যই মোটরসাইকেল চালাতে পারবে৷'' তবে হোসেনের পরামর্শ, ‘‘ভেসপা টাইপ বাইক নারীদের জন্য উত্তম৷''  তাছাড়া তিনি নারীদের মোটরসাইকেল নিয়ে বেশি দূর না যাওয়ার অনুরোধ করেছেন৷

‘‘নারীদের ক্ষেত্রে সবকিছু শুধু ধর্মীয় ভাবে বিচার নয়, গণতন্ত্র বলে একটা কথা আছে এবং নারীরা একটা গণতান্ত্রিক দেশে বাস করে৷ আর সেটাই অনেকে মানতে নারাজ,'' মন্তব্যটি পাঠক ওমর ফারুকের৷

‘‘পৃথিবীর সবকিছু সবাইকে মানায় না, তাই সমাজ মেনে নেয়না৷ যেমন ধরুন সিগারেট খাওয়া, ছেলেদের ব্যাপারে একরকম আর মেয়েদের ব্যাপারে অন্যরকম৷ মেয়েরা যদি সিগারেট খায় তবে মানবসভ্যতার হানি ঘটে৷''-  মন্তব্য আহমেদ শেহজাদের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন