‘পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদেরই’ | পাঠক ভাবনা | DW | 05.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদেরই’

আজ ‘বিশ্ব পরিবেশ দিবস’৷ আমাদের শপথ নেওয়ার দিন, যাতে পৃথিবীকে আমরা আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারি৷ এই বার্তাকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে জাগিয়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা৷

এই দিনটিতে আমাদের নানা পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করতে হবে, তবেই হবে এই দিনটি পালনের সার্থকতা৷ এই বছরের থিম ‘থিংক, ইট সেভ'৷ যা, আমাদের দৈনন্দিন খাদ্যের প্রতি পরিবেশের প্রভাব এবং খাদ্যের অপচয় রোধ সম্পর্কে আমাদের আরও সচেতন হতে উত্সাহিত করবে৷ তাই এই বিশেষ দিনটিকে সামনে রেখে ডয়চে ভেলের কাছে চাই একটি বিস্তারিত পরিবেশনা৷ এভাবেই অনুরোধ করেছেন আমাদের নিয়মিত পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

তিনি আরো লিখেছেন, আমারা সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বন্যার প্রবণতা বেশি দেখতে পাই৷ এখন জানতে পারলাম মধ্য-ইউরোপের জার্মানি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের মতো দেশে বন্যার ফলে ক্ষয় ক্ষতিরখবর৷ তবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ইউরোপের দেশগুলির পরিকাঠামো নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক উন্নত৷

এছাড়াও, ভালো লাগলো ‘উপাসনালয়ের রঙ' নিয়ে ছবিঘরের উপস্থাপনা৷ ‘বিজ্ঞান- পরিবেশ' পাতার ছবিঘর কেন আপডেট হচ্ছে না, বুঝতে পারছি না৷ তবে খুব ভালো লাগলো ‘বিজ্ঞান পরিবেশ' পাতায় আলফ্রেড নোবেল-এর জীবনের ওপর ডয়চে ভেলের আলোকপাত৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন এই ই-মেল দুটো৷

প্রিয় ডয়চে ভেলে, প্রায় প্রতিদিনই ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করছি৷ বিনিময়ে পাচ্ছি নিত্য নতুন তথ্য৷ বলিউড নায়িকা জিয়া খান মাত্র ২৫ বছর বয়সে নিঃশব্দে চলে গেলেন পৃথিবী ছেড়ে৷ এই খবরটাও জানলাম ডিডাব্লিউ-এর ওয়েবসাইটের মাধ্যমে৷ প্রতিবেদনের ভিতরেই দেখে নিলাম জিয়া খানের ফটো গ্যালারি৷

চীনের শিক্ষকের কুকীর্তি, চীন জুড়ে ক্ষোভ – প্রতিবেদনটিও পড়লাম৷ ‘অধ্যক্ষ, ছোট ছাত্র-ছাত্রীদের ছেড়ে তুমি আমাকে নাও'– আহ্বানটি এক স্কুল শিক্ষকের প্রতি৷ এক হোটেলে চার ছাত্রীর সঙ্গে রাত কাটানো ওই শিক্ষকের বিরুদ্ধে অভিনব উপায়ে ঘৃণা আর ক্ষোভ জানাচ্ছে চীনের মানুষ৷ প্রতিবেদনটি পড়ে ভাবছি কোন ভাষায় ঐ শিক্ষককে ঘৃণা জানাই৷ ঐ শিক্ষককে আমার ঘৃণা করতেও ঘৃনা হচ্ছে৷

‘বিজ্ঞান পরিবেশ' পাতায় পড়লাম – সামনে আসছে গুগলের বিস্ময়কর চশমা ‘গুগল গ্লাস'৷ বসে নেই অ্যাপল-ও৷ তাদের স্মার্টওয়াচ ‘আইওয়াচ' বাজারে আসার খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই৷ তাহলে কী ধরে নেয়া যায় যে, এসব পরিধানযোগ্য কম্পিউটারই আমাদের ভবিষ্যতের সঙ্গী? ধন্যবাদ ডিডাব্লিউ আমাদের নিত্য নতুন তথ্যে চমকিত করার জন্য৷ এস এম আনোয়ার কবীর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে বেশ অনেকদিন পরে আবার বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মতামত জানিয়েছেন৷

- ধন্যবাদ বন্ধুরা !

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন