বই পড়ার প্রয়োজন হয়না | পাঠক ভাবনা | DW | 20.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বই পড়ার প্রয়োজন হয়না

আমাদের সাধারণ জ্ঞান অর্জন করার জন্য বাড়তি কোন বই পড়ার প্রয়োজন হয়না কারণ আমাদের এই চাহিদা মেটাচ্ছে ডয়চে ভেলে৷ তাই ইমেলে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাইনা৷

আগামী ১৫ই ফেব্রুয়ারি আমাদের ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বাষিকী, তাই সামান্য কিছু উপহার পাঠাবেন৷

বিজয় দিবস উপলক্ষে দেশের গানগুলো মনোমুগ্ধকর ছিল৷ বার্লিনে বাংলাদেশ দুতাবাসে বাংলা স্কুল করা হয়েছে৷ যাতে করে নতুন প্রজন্ম বাংলা শিখতে পারে সেজন্য বিজয় দিবসে স্কুলটি চালু করা হয়৷এজন্য জার্মান সরকারকে ধন্যবাদ জানাই৷ এমএ রশিদ চৌধুরী, ব্লুস্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরীপাড়া, আজমপুর, কুষ্টিয়া৷

আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল, আশাকরি আপনারা সবাই ভাল আছেন৷ আপনাদের অনুষ্ঠান শুনলাম, অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো রিপোর্টে উল্লেখ করেছেন করা হয়েছে, উনষাট পারায় উনষাট জনকে হত্যা করা হয়েছে৷প্রকৃতপক্ষে হবে উনসত্তর পারায় উনসত্তর জনকে সাকা চৌং হত্যা করেছে৷ এটা জানার কারণ হলো আমাদের এলাকার পাশেই উনসত্তর পারা এলাকাটি৷

আমি ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইটের বেশ ভক্ত৷ কিন্তু আজ দেশের সবচেয়ে আলোচিত ঢাকার পুঁজিবাজারে নজিরবিহীন ধসের সংবাদটি আপনাদের ওয়েবসাইটে স্থান পায়নি অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে শুরু করে সব মাধ্যমেই খবরটি শীর্ষে স্থান পেয়েছে৷ যা ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইটেও আশা করেছিলাম কিন্তু আশাহত হলাম৷

ধন্যবাদ, দিদারুল আলম সিকদার ,কর্ণফুলী আইডিয়া লিসনার্স ক্লাব ,সরফভাটা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম-৪৩৬০, বাংলাদেশ৷

আমি পুরাতন নিয়মিত শ্রোতা, অনুষ্ঠান সূচি পাঠাবেন৷ সবাইকে ধন্যবাদ ও বড়দিনের শুভেচ্ছা৷ডা. গোলাম নবী, গাংনী, মেহেরপুর৷

রোবাবারের ইনবক্স-এ শ্রোতাদের মতামত জেনে ভালো লাগলো৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর৷

আমাদের সাধারণ জ্ঞান অর্জন করার জন্য বাড়তি কোন বই পড়ার প্রয়োজন হয়না কারণ আমাদের এই চাহিদা মেটাচ্ছে ডয়চে ভেলে৷ তাই ইমেলে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাইনা৷ আগামী ১৫ই ফেব্রুয়ারি আমাদের ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বাষিকী, তাই সামান্য কিছু উপহার পাঠাবেন৷

আমরা ক্লাবের সবাই ১৯ তারিখে ডয়েচে ভেলের অনুষ্ঠান শোনার পর একটি আলোচনা সভার আয়োজন করি৷ যেখানে অনুষ্ঠানের ভাল লাগা, মন্দ লাগা সব বিষয় নিয়ে আলোচনা হয়৷ আজ আলোচনার মূল বিষয় ছিল সবাই একত্রে হয়ে অনুষঠান শোনা এবং সবাইকে অনুষ্ঠান সম্পর্কে লিখিতভাবে মতামত জমা দেয়া৷ আজ যে মতামত পেলাম এতে বেশির ভাগ শ্রোতাই ডয়েচে ভেলের সংবাদের প্রসংশা করেন৷ তবে শুধু ঢাকার প্রতিনিধির রিপোর্ট নয় এর বাইরে বিশেষ করে বিভাগীয় শহরগুলো থেকে সরাসরি রিপোর্ট প্রচার করা যায় কিনা ভেবে দেখবেন, কেমন ! মোঃসিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শোতা সংঘ, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি , কুড়িগ্রাম৷

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের নিয়ে ধারাবাহিক পরিবেশনা থেকে অনেক অজানা তথ্য জানতে পারছি৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আবু সাঈদ, অন-লাইন ডি-এক্স ক্লাব, রায়পুর, অর্জুন পাড়া, বঘমারা, রাজশাহী৷

অনেকবার গান শোনার জন্য অনুরোধ করলেও আমার অনরোধের গান বাজানো হয়নি৷ আবার আমার এসএমএসও পড়া হয়না৷ আপনারা শুধু এখন ইন্টারনেট আর ইমেল নিয়ে ব্যস্ত৷ সায়মন আহমেদ সুমন, কচুয়া সরদার পাড়া, গঙ্গাছড়া, রংপুর৷

জামান বেতারের অনুষ্ঠান খুব খুব ভাল লাগে৷ আরো ভাল লাগতো যদি অনুষ্ঠানে জার্মান ভাষা শেখানো হত৷বিষয়টি ভেবে দেখবেন৷ আনোয়ার হোসেন, রংপুর৷

বন্ধুরা, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে আমরা ক্লাবের পক্ষ থেকে উদযাপন করেছি৷ আমাদের আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্যাডমিন্টন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সঙ্গীতানুষ্ঠান৷ আলোচকগণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ব্যাপক আলোচনা করেন৷ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়৷ ক্লাবের ছেলেমেয়েরা রণসঙ্গীত, গণসংগীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন৷ এই অনুষ্ঠান চলাকালীন সময়ে মাইকে ডয়চে ভেলের প্রচার পরিচিতি তুলে ধরা হয় এবং অনুষ্ঠান শোনা আর ওয়েবসাইট ভিজিট করার জন্য আহ্বান করা হয়৷

সকালে সিলেট কেন্দ্র থেকে এমএম ব্যান্ডে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবরসহ পুরো অনুষ্ঠান শুনলাম৷ সিলেটে এফএম ব্যান্ডের রিসেপশন মান চমৎকার৷ কুষ্টিয়ায় বসে যদি এমন চমৎকার রিসেপশন পেতাম৷ মোখলেসুর রহমান, মাধবকুন্ড, মৌলভী বাজার৷

ডয়চে ভেলেএকটি অত্যন্ত তথ্যবহুল সংবাদ মাধ্যম, যা আমাদের সকল চাওয়া পাওয়া মিটিয়ে থাকে৷ তাই ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত শ্ৰবণ করি৷ তপন চন্দ্ৰ বর্মন, নাজির দহ, কাউনিয়া,রংপুর৷

শুধু ফেসবুকের মাধ্যমেই অনেক তথ্য জানতে পারছি যা ভালো লাগছে৷ ডয়চে ভেলের অনুষ্ঠান কি এফএম-এ শোনা যায় ? রাসেল, বাংলাদেশ৷

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অনেক বিদেশি আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, তাই এই বিজয়ের মাসে আমরা শ্রদ্ধার সাথে তাঁদের কথা মনে করতে চাই৷ তাঁদের ত্যাগের কথা বাঙালি জাতি কখনো ভুলবেনা৷ মাসুদ হায়দার, রুবিনা খাতুন, নাটোর৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এফএম ব্যান্ডে শুনতে পেরে খুবই আনন্দিত৷ মোস্তাফিজুর রহমান, জলঢাকা, নিলফামারী৷