বাংলা স্কুল | পাঠক ভাবনা | DW | 13.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা স্কুল

আমি ক্লাস সেভেনে পড়ি৷ তোমাদের অনুষ্ঠান শুনি৷ আমার ভাবতে অবাক লাগছে, জার্মানিতে বাংলা স্কুল চালু হয়েছে৷ আমি ছাত্র হয়ে গর্ব বোধ করছি৷ বিদেশের মাটিতে বাংলা ভাষার স্কুল হয়েছে৷

আমি আমার ক্লাসের বন্ধুদের বলবো৷ জার্মানি এমন দেশ যে বাংলা ভাষাকে কতো মর্যাদার আসনে নিয়ে গেছে৷ আমার মনে হয় জার্মানি ছাড়া ইউরোপের আর কোন দেশে বাংলা স্কুল নেই৷ অর্পণ চট্টোপাধ্যায়, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

ওয়েবসাইটে বার্লিন গেটের ছবি অসাধারণ লাগছে৷ রোনাল্ড রেগান-কে জার্মানিতে এতো মানুষ ভালোবাসে৷ সেটা ডয়চে ভেলের ওয়েবপেজে না পড়লে জানতামই না৷ রেগান-এর নামের রাস্তা, তাঁদের সেনাদের নামে সড়ক৷ তাঁর ১০০তম জন্মদিন পালন করছে বার্লিনবাসী৷ কতো ভালো লাগছে৷ তাঁর উপকার বার্লিনবাসী কোনদিন ভুলবেনা৷ অপর্ণা চ্যাটার্জী, লালবাগ, মুর্শিদাবাদ৷ kanchan.notun@gmail.com

সুন্দর টুপি পাঠানোর জন্য ধন্যবাদ৷ এখন ঢাকায় প্রচণ্ড ঠান্ডা পরেছে, টুপি পরার একেবারে উপযুক্ত সময়৷ আমি আপনাদের ওয়েবসাইট খুব পছন্দ করি, ভালো লাগে৷ মোঃ সাইদুল বাশার, ২৮৩/২ ইস্ট গোরান, ঢাকা৷

আমার বিসিএস লিখিত পরীক্ষার জন্য আগামী ১১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আমাকে ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে দূরে থাকতে হবে৷ এর জন্য আমি অত্যন্ত দুঃখিত৷ রফি মোঃ নাজমু৷

ডাই-অক্সিড বিষক্রিয়ায় মুরগির ডিম কি লাল হয় ? আপনাদের ওয়েবসাইট-এ, যে লাল রংএর ডিম দেখা যাচ্ছে, সে ডিমগুলো কিসের ? সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

ওয়েবসাইটের মতামতগুলোর সাথে তাঁদের ইমেল ঠিকানা দেয়া আছে যা খুব ভালো লাগলো৷ তাঁদের সাথে আমরা যোগাযোগ করতে পারবো৷ কৃষ্ণপদ বাইন, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

আমি ডয়চে ভেলে বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা৷ আমি গত ৩০/১২/২০১০ তারিখে মটর সাইকেল অ্যাকসিডেন্ট করে কপালের ডান পাশে গালের অর্ধেক ও ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়ে বর্তমানে বিছানায় আছি৷ এই অবস্থায় ডয়চে ভেলের শ্রোতাদের সবার দোয়া কামনা করে একটি ই-মেইল পাঠিয়েছিলাম৷ কিন্তু দুঃখের বিষয় তা ওয়েবসাইটে ছাপানো হলো না৷ কেন ? এটা আমার খুব খারাপ লেগেছে৷ ওবায়দুল্লাহ পিন্টু, কুষ্টিয়া৷

অনুষ্ঠানে নারী বন্ধুরা আগের চেয়ে যোগাযোগ কম করছে৷ তারা কি চুপচাপ অনুষ্ঠান শোনেন ? চিঠি, এসএমএস পাঠান না ? শাহ মোঃ ফেরদৌস হাসান নাজমুল, গাইবান্ধা৷

বিশ্বের সকল তাজা খবর বিস্তারিতভাবে প্রকাশ করার জন্য আপনাদের ধন্যবাদ৷ কামরুল ইসলাম, বরিশাল৷

গতকাল রাতে মিডিয়াম ওয়েভে নির্বিঘ্নে ঢাকা, নতুন দিল্লি ও পাকিস্তানের খবরসহ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু রহস্য সম্পর্কে রিপোর্ট, হেমন্ত বাবুর মিষ্টি কন্ঠে ‘নীড় ছোট ক্ষতি নেই’ গান এবং ফিচার পর্ব পশ্চিমের জানালায় বার্লিনে মার্কিন প্রেসিডেন্ট, নেতা ও সৈনিকদের নামে রাস্তার নামকরণের নিয়ে প্রতিবেদন আর বাংলাদেশের ফটোগ্রাফি সম্পর্কে শহিদুল আলমের সাক্ষাত্কারমূলক প্রতিবেদনটি শুনে আমরা ক্লাবের সবাই দারুণ খুশি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷