বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিৎ | পাঠক ভাবনা | DW | 19.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিৎ

ডয়চে ভেলের দুই বেলার অনুষ্ঠান নিয়মিত শুনছি, তবে ইন্টারনেটের মাধ্যমে৷ মিডিয়াম ওয়েভে অনুষ্ঠানের শ্রবণ মান মাঝে মাঝে এত খারাপ হচ্ছে যে, একেবারেই শুনতে পাচ্ছি না৷

আবার মাঝে মাঝে খুব ভালো শোনা যাচ্ছে৷ পাশাপাশি ওয়েব সাইট-এর সব কিছু দেখছি৷ আপনাদের ওয়েবসাইট সত্যি বর্তমান সময়ের সাথে দারুণ মানানসই৷ দারুণ আকর্ষণীয় ও উপভোগ্য ডয়চে ভেলের সামগ্রিক রেডিও পরিবেশনা ও ওয়েবসাইট৷

খুব ভালো লাগছে বিশ্ব সংবাদসহ পুরো পরিবেশনা৷ বিশ্বসংবাদের পর চলতি ঘটনা প্রসঙ্গে প্রতিবেদন, স্টুডিও আলোচনা, জার্মান পত্র-পত্রিকায় দক্ষিণ এশিয়ার খবরাখবর নিয়ে রিপোর্ট, সাক্ষাত্কার শুনে ভীষণ সমৃদ্ধ হচ্ছি৷ গান, খেলার খবর এবং ধাঁধার ঘোষণা নিয়মিত পাচ্ছি যা খুবই আকর্ষণীয়৷ ইনবক্স এর সময় সত্যি খুব কম৷ তাই একটু চেষ্টা করুন সময় বাড়ানোর৷ সময় বাড়লে দারুণ হবে৷ আমার মনে হয়, ইনবক্স অন্তত ১০ মিনিট করা উচিৎ৷ মহঃ হাফিজুর রহমান ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী পূর্বস্থলী বর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত৷

যদি শর্টওয়েভ সম্প্রচার ফিরিয়ে আনা না যায়, তবে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে আরও একটি ব্যান্ডে সম্প্রচার করা হোক৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

সুপ্রিয় বন্ধুরা, আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ আশাকরি জার্মানির জাঁকালো শীতের মধ্যে বাংলা বিভাগের সবাই সুস্থ শরীরে ভাল আছেন৷ বন্ধুরা, দয়া করে পুনঃপ্রচারিত ফিচার পর্ব বন্ধ করুন৷ আমরা কখনোই বাসি-পচা অনুষ্ঠান শুনতে চাই না৷ আর শ্রোতাদের প্রিয় অনুষ্ঠান ইনবক্সের সময় বৃদ্ধি করুন৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

ওয়েবসাইটে জার্মানির হোটেল সম্পর্কে নানা তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ৷ জয়নুল আবেদীন৷ jainulcd@gmail.com

আফ্রিকায় ম্যালেরিয়ার আগ্রাসনের কথা জানলাম হেল্থলাইন পর্বে, আতঙ্কিত হলাম৷ আমরা মনে করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উচিৎ সর্ব শক্তি নিয়ে এ বিষয়ে ঝাপিয়ে পড়া৷ ড. সিদ্ধার্থ ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

শীতের চাদরে ঢাকা সকালে আছ তুমি সকল শ্রোতার মাঝে, রাতের আধাঁরে আছ তুমি নানা রঙিন সাজে৷ হে প্রিয় ডয়চে ভেলে তাই তো তোমায় রাখি আমি আমার মনের মাঝে৷ মোঃসিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্নোতা ক্লাব, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম৷