ব্লগস | পাঠক ভাবনা | DW | 08.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ব্লগস

এ সপ্তাহের বিজ্ঞান ডটকম পরিবেশনায় বাংলা ব্লগস বিষয়ে চিত্তাকর্ষক ও তথ্যপূর্ণ আয়োজন অসাধারণ হয়েছে, ধন্যবাদ৷

.. আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

বিজ্ঞান ডটকম পরিবেশনায় ব্লগস নিয়ে আলোচিত নান্দনিক প্রতিবেদনটি ভালো লেগেছে, অনেক বিষয় জানতে পারলাম৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

প্রাইভেট স্কুলে পাদ্রীদের হাতে ছাত্রদের যৌন পীড়নের ঘটনার কথা শুনে আমরা অত্যন্ত মর্মাহত হলাম৷ আব্দুল্লাহ আল-ফারূক-এর পরিবেশনাটি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম৷ যাদের হাতে একটি ধর্ম লালিত হয় তাদের সেই হাতেই দলিত মথিত হয় মানবিকতা-এটা একান্তই পৈশাচিক মন মানসিকতার বহিঃপ্রকাশ৷ আমরা আশা করবো জড়িত তিনজন পাদ্রীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷

এ সপ্তাহের মোনালিসা অনুষ্ঠানে ভারতে দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা শুনে খুব ভাল লাগলো৷ একই সাথে প্রাগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দ্বারা ছাত্রীদেরকে যৌন হয়রানি ও নিপীড়নের মর্মান্তিক কাহিনী শুনে ব্যথিত হলাম৷ বিশ্ব বিদ্যালয়ের মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত ও কান্ড জ্ঞানহীন কর্মের কথা সভ্য মানুষ তো ভাবতেই পারে না, আমরা এর নিন্দা জানাই৷ মোঃ মোস্তফা কামাল

ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ ৫২৩/১ উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট

ঢাকা-,১২০৬, বাংলাদেশ৷

গত ৪ঠা ফেব্রয়ারি প্রচারিত মোনালিসা পরিবেশনায় প্রায় ৮০ শতাংশ ছাত্রী , বিশ্ববিদ্যালয়ে পড়া কালে কোন না কোন সময় তারা সবাই মুখোমুখি হয়েছিল যৌন হয়রানির৷ এবং তা ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই৷ শীষক অনুষ্ঠানটি ছিল চমৎকার !

প্রাগের মতো একটি দেশে এমন ভাবে যৌন হয়রানি হয় তা আমার জানা ছিলনা৷ পরিবেশনাটি শোনার আগে আমার ধারনা ছিল বাংলাদেশ ও ভারতে এরকম প্রায়ই ঘটে থাকে৷ খুবই ভাল লেগেছে পরিবেশনাটি৷

এই ডয়েচ ভেলের বাংলা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষকরে ভারত ও বাংলাদেশের মেয়েদের যৌন হয়রানির প্রতিবাদও প্রতিরোধের আগ্রহ বাড়বে বলে আশা করছি৷সৈয়দ ইফতেখারুল আলম, নর্থ অ্যামেরিকা রেডিও লিসনার্স ক্লাব, স্টারলিং, ভার্জিনিয়া, ইউএসএ৷