‘ভারত ভালো প্রতিবেশী না হলে তাদের বন্ধুত্ব চাই না' | পাঠক ভাবনা | DW | 12.09.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ভারত ভালো প্রতিবেশী না হলে তাদের বন্ধুত্ব চাই না'

রামপাল প্রকল্পের জন্য সুন্দরবনের মধ্য দিয়ে কয়লা পরিবহন হলে ক্ষতির মাত্রা আরো বেড়ে যেতে পারে বলে মনে করেন বাংলাদেশ ও ভারতের পরিবেশবাদীরা৷ এ নিয়ে পাঠকরাও তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের ফেসবুক পাতায়৷

রামপালে ভারতের কয়লা পোড়ানো নিয়ে বাংলাদেশ থেকে তেমন কিছু বলা না হলেও, ভারতের গণমাধ্যম কিন্তু তেমনটাই ইঙ্গিত দিয়েছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ নিয়ে লেখা ব্লগটি পড়ে ফেসবুক বন্ধু ইয়াসমিন আলম তাঁর মত জানিয়ে লিখেছেন, ‘‘ভারতীয়রা তাঁদের নিজেদের ভালোর জন্য সব করছে৷ অন্যদিকে আমরা শুধু তাঁদের দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছি৷''

ভারতকে আওয়ামী লীগের শরিক বলে মন্তব্য করেছেন পাঠক আপন চৌধুরী৷

সরকারকে খুবই সুক্ষ্মভাবে খোঁচা দিয়ে সুব্রত সেন ডিডাব্লিউ-র ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘কারো না কারো লাভ তো আছে, তা না হলে সরকারের নেতারা এত লাফালাফি করছে কেন?''

পাঠক রাশেদ ভারতের বন্ধুত্ব চান না৷ এর কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘‘ভারত ভালো প্রতিবেশী না হলে তাদের বন্ধুত্ব চাই না৷''

আর ‘‘বাংলাদেশে যারা ভারতের জন্য নিবেদিত প্রাণ, তারাই রামপাল বিদ্যুৎকেন্দ্র চায়৷'' মন্তব্য ফেসবুক বন্ধু মো.অমৃণের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন