মসজিদ | পাঠক ভাবনা | DW | 17.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মসজিদ

ডয়চে ভেলের সার্বিক অনুষ্ঠান পরিকাঠামো দিন দিন শ্রোতা প্রিয় হয়ে উঠছে৷ ডয়চে ভেলের সাথে থাকতে পরে আমরা গর্ব বোধ করছি৷ ভালো লাগে যখন আমাদের মতামত ...

ও প্রস্তাবগুলো বাংলা অনুষ্ঠানে স্থান পায়৷ ডয়চে ভেলের সাথে এমন সুখকর স্মৃতিগুলো হারাতে চাইনা কখনো৷ প্রস্তাব রাখছি সারা সপ্তাহে বিশ্বে ঘটে যাওয়া শিল্প সাহিত্য বিনোদন নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করার জন্য৷ যদিও প্রতিদিন অনুষ্ঠানের শেষে এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে উঠে আসছে৷ তা সত্ত্বেও সপ্তাহান্তে ঐ রকম একটি অনুষ্ঠান করলে সত্যিই তা বাঁধিয়ে রাখার মতো হয়৷ শেখ জিয়াউর রহমান, সেতুবন্ধ ডি-এক্সিং ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ৷

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শহর জিয়াগঞ্জসহ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে , বাংলাদেশের রাজশাহী বেতার কেন্দ্রের সৌজন্যে প্রিয় বেতার কেন্দ্র ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এখন এফএম ব্যান্ডে শর্টওয়েভের চেয়েও ভালো শোনা যাচ্ছে৷ আর মোবাইল ফোনে এই অনুষ্ঠান শোনা যাচ্ছে আরো সহজে৷ ঠিক এই সুসংবাদটাই যত বেশি সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটাই করে যাচ্ছে নিরলসভাবে আমাদের গোল্ডেন ডি এক্স ক্লাবের সকল সদস্য৷ ড. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

সুপ্রিয় বন্ধুরা, এখন গভীর রাত৷ চারদিকে মসজিদের মাইক থেকে সেহরির ঘোষণা ভেসে আসছে৷ তাই এক দিকে আমার স্ত্রী জেবা সেহরির আয়োজন নিয়ে ব্যস্ত আর আমি আপনাদের ওয়েবসাইট নিয়ে ব্যস্ত৷ এখন বুঝুন আপনারা আমাকে কেমন পাগল করেছেন৷

আপনাদের টুইটারের প্রতিটি প্রতিবেদন পড়ে আমি দারুণভাবে মুগ্ধ হয়েছি৷ প্রতিটি বিষয় সুন্দর, প্রাণবন্ত ও তথ্যবহুল৷

গতকাল রাতের অধিবেশনে আফগানিস্তান পরিস্থিতির ওপর রিপোর্ট, ভারতের জম্মু কাশ্মীরে ওমর আবদুল্লাহকে জুতো ছুড়ে মারা, ঢাকা শহরে সিএনজি ষ্টেশন বন্ধ এবং ভারতে কমনওয়েলথ গেমসের ওপর কথিকা আর ফিচার পর্ব বিজ্ঞান ডটকমে মঙ্গল গ্রহে সফর মিশন নিয়ে প্রতিবেদন শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ সুন্দর তথ্যবহুল খবরগুলো আর চমৎকার ফিচার দু'টি উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ আপনাদেরই অনুরাগী পুরনো শ্রোতাবন্ধু, মোখলেসুর রহমান, বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনাল, বহলবাড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ৷

গতকাল হেল্থলাইন-এ কাজাকস্তানে পোলিও রোগ নিয়ে প্রতিবেদনটি শুনলাম এবং সেখানকার চিত্র জানতে পারলাম৷ চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার নিয়ে আরো বেশি করে তথ্য এই পরিবেশনায় শোনাবেন৷ বিধান ও কানন রানী টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

বর্তমানে রংপুরে এফএম ব্যান্ডের অনুষ্ঠান খুব ভালো শোনা যাচ্ছে৷ বাংলাদেশের সময়ের সাথে জার্মানির স্থানীয় সময় আগের মতো অনুষ্ঠানে প্রচার করার অনুরোধ জানাচ্ছি৷ ডয়চে ভেলের অনুষ্ঠানের কোন জুড়ি নেই তাইতো শ্রোতা সংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ গত ১১ জুলাই আমরা ক্লাবের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করেছি৷ জনসংখ্যা বৃদ্ধির কুফল এবং ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছি৷ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালু ডি-এক্স রেডিও লিসনার্স ক্লাব, রংপুর, বাংলাদেশ৷