মহাষষ্ঠীর পূণ্য প্রভাতে | পাঠক ভাবনা | DW | 13.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মহাষষ্ঠীর পূণ্য প্রভাতে

প্রথমেই ডয়চে ভেলের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি৷ আমি আপনাদের নিয়মিত শ্রোতা এবং অনুষ্ঠান খুবই উপভোগ করি৷ বিশেষকরে বিশ্বসংবাদ এবং চলতি ঘটনা যা আমাদের জন্য ...

খুবই উপকারি৷ এবং বিশ্বের আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা জানতে সাহায্য করে, ধন্যবাদ৷ মোঃসালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহূনী, মতিহার, রাজশাহী, বাংলাদেশ৷

মঙ্গল গ্রহে যাওয়ার কথা শুনে চমকে উঠেছিলাম৷ পরে যখন শুনলাম যে নামটা পাঠানো যেতে পারে৷ যেই ভাবা সেই কাজ, নাসা-র ওয়েবসাইটে গিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার টিকেট কাটলাম৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মাসুদ আলম, বদরগঞ্জ, রংপুর, বাংলাদেশ৷

আমরা নিয়মিত ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি এবং মতামত জানাই এসএমএস অথবা ই-মেইলে৷ শুনলাম আপনারা আমাদের প্রিয় শর্টওয়েভ অনুষ্ঠান বন্ধ করে দিতে যাচ্ছেন৷এটা আমাদের জন্য আত্মহত্যা করার মত খবর৷ আমরা এর কারণটা ঠিক বুঝতে পারছিনা৷ রতন কুমার পাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ 01730302205এই নম্বরে কি ধাঁধার উত্তর পাঠালে হবে ? ফাহিমা তপাদার, ফেঞ্চুগঞ্জ, সিলেট, বাংলাদেশ৷

আপনারা বললেন বাংলাদেশ ও ভারতে জরিপ করে দেখেছেন শর্টওয়েভ এর তেমন চাহিদা নেই তাই ডয়চে ভেলে শর্টওয়েভ সম্প্রচার বন্ধ করে দিচ্ছে৷ আমার বিশ্বাস জরিপটা একদম ভূয়া কারণ শর্ট ওয়েভে একাধিক এলাকা বা দেশের শ্রোতা অনুষ্ঠান শুনতে পায় যা এফ এম ও মিডিয়াম ওয়েভে সম্ভব হয়না৷ তাই উর্দু বিভাগের মত বাংলা বিভাগও রাতে একবার শর্ট ওয়েভে অনুষ্ঠান প্রচার করলে আমরা অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত হবোনা৷দেওয়ান রফিকুল ইসলাম, পাটালির মোর, নওগাঁ, বাংলাদেশ৷

প্লীজ বৃহত্তর ময়মনসিংহে এফএম ট্রান্সমিশন চালু না করে শর্টওয়েভ-এ অনুষ্ঠান প্রচার বন্ধ করবেন না৷ এমএ ফারুক, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের প্রতিদিনের বাংলা অনুষ্ঠান শোনা যেন আমার প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে৷ আমি একজন ছাত্র, মোঃ রাসেল, রংপুর, বাংলাদেশ৷

আমি খুবই আগ্রহ নিয়ে প্রতিদিন ডয়চে ভেলের অনুষ্ঠান শুনি যা খুবই তথ্যপূর্ণ৷কালিগঞ্জ, লালমনিরহাট, বাংলাদেশ৷ ঠিকানা লিখলেও নিজের নাম লিখতে ভুলে গেছেন !

মহাষষ্ঠীর পূণ্য প্রভাতে ডয়চে ভেলের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন৷তপতী সরকার, রেডিও শ্রোতাসংঘ, বর্ধমান, ভারত৷

শুভ বিজয়ার শুভেচ্ছা ডয়চে ভেলের সবাইকে৷ ডাক্তার বিকাশ রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা,বাংলাদেশ৷

আমি ক্লাস টেন-এর ছাত্র আর এটা আমার প্রথম এসএমএস৷ যদি এটার উত্তর পাই তাহলে প্রতিদিন লিখবো৷ আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি৷ জানতে চাই ধাঁধার উত্তর কবে দেওয়া হবে? মীর রাসেল, রাজশাহী, বাংলাদেশ৷