মিশরের গণবিদ্রোহ | পাঠক ভাবনা | DW | 03.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মিশরের গণবিদ্রোহ

আশা করছি রেডিও ডয়চে ভেলে বাংলা পরিবারের সকলেই কুশলে আছেন৷ আমিও ভালই আছি৷ গত কিছুদিন থেকে আমি আপনাদের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে শুনছি৷

খুব ভালো শোনা না গেলেও অনুষ্ঠান মোটামুটি শোনা যাচ্ছে৷ মিশরের গণবিদ্রোহের উপর আপনাদের পরিবেশনা আমার বিশেষভাবে ভালো লেগেছে৷ এহেন বিস্তারিত প্রতিবেদন আমরা কেবল ডয়চে ভেলে আর বিবিসি থেকেই পাচ্ছি৷ ডয়চে ভেলেকে অশেষ ধন্যবাদ৷ পৃথ্বীরাজ পুরকায়স্থ, পূব বঙ্গলপুরপুখরী (পোথার) জোহার আসাম৷ prithwiraj.purkayastha@gmail.com

দোররা মেরে নৃশংসভাবে হত্যা করা হলো ১৫ বছরের হেনাকে – এই প্রতিবেদনটি পড়লাম৷ ফাঁসিই একমাত্র সাজা হওয়া উচিত এই অমানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের - ধর্মের দোহাই দিয়ে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে আওয়াজ তোলার এটাই উপযুক্ত সময়৷

এফ এম রেডিও- র মাধ্যমে আপামর জনসাধারণের জন্য বাংলাদেশে জনজাগরণের কাজটা যদি ডয়চে ভেলে নিজের হাতে তুলে নেয় তাহলে আশাকরি অনেক বেশি লোকের কাছে বার্তা পৌঁছবে৷ ভালো হবে অনেক মহিলার৷ কিশোরীদের অকালেই প্রাণ হারাতে হবে না৷ পারবেন কি আপনারা এই মহৎ কাজের সূচনা করতে? রিঙ্কু মিত্র, প্রযত্নে শ্রী দীপক কুমার মিত্র, এন এচ পী সী লিমিটেড, রঙ্গিত নগর, সিকিম ৷

‘ঘরে বসেই ঘুরে দেখুন জাদুঘর’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে সত্যি আমার খুব ভাল লেগেছে৷ এই চমৎকার বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আমরা যারা ভ্রমণবিলাসী অথচ অর্থের অভাবে ভ্রমণ করতে পারি না, এই সকল জাদুঘর হয়ত কোন দিনই আমাদের পক্ষে দেখা সম্ভব হত না৷ আমরা এখন ইন্টারনেটের সাহায্যে সহজেই এই সব জাদুঘরে ভ্রমণ ও তাতে রক্ষিত নানা শিল্পকর্ম দর্শন করতে পারব বলে আমাদের খুব ভাল লাগছে৷ সার্চ ইঞ্জিন গুগলের ভাইস প্রেসিডেন্ট নেলসন ম্যাটোসকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এই মহতী উদ্যোগটি গ্রহণ করার জন্য৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷ rlcamla@yahoo.com

ডয়চে ভেলের অনুষ্ঠানমালায় শুনেছি সুরের ভুবন৷ ৬ জানুয়ারির সুরের ভুবন-এ জানা হলো মার্কিন সঙ্গীত শিল্পী জোয়ান বাইস এর গান৷ অসাধারণ এক সঙ্গীত শিল্পী, সঙ্গীতকে তিনি এনেছেন এক অন্য উচ্চতায়৷ চমৎকার উপস্থাপনায় খুব ভালো লাগলো এই আয়োজন৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ হোসেন আবেদ আলী, গুপ্তপাড়া, রংপুর৷

বেশ কিছুদিন বিসিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম৷ তাই ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত শোনা হয়নি৷ মাঝে মাঝে ওয়েবসাইট ভিজিট করেছি অবশ্য৷ তবে পরীক্ষা কক্ষেও ডয়চে ভেলের সাথেই ছিলাম৷ কীভাবে? আমি ও সালাউদ্দিন ডলার ডয়চে ভেলের উপহার কলম ও ক্যালকুলেটর ব্যবহার করেছি৷ রাফি মোঃ নাজমুস সাদাত৷

স্বয়ংক্রিয় মেশিন থেকে শিল্পকর্ম -প্রতিবেদনটি পড়লাম, বেশ ভালো লাগলো৷ এতো ছোট জিনিসের প্রতি ডয়চে ভেলে নজর দেয়৷ সংগঠনের ঠিকানাটা পেলে আমি উনাদের সাথে যোগাযোগ করে পরামর্শ চাইতাম৷ কারণ আমাদের দেশের রাস্তায় কত জিনিস পড়ে থাকে সেসব দিয়ে কিছু করা যায় কিনা সেজন্য৷ সুহৃত ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, জাউগ্রাম, ভারত৷ Suhrit Banerjee suhrit.banerjee@yahoo.com

বন্ধুরা, ওয়েবসাইটে চলতি ঘটনার পাতায় বাংলাদেশ, ভারত ও মিশরের খবর৷ বিজ্ঞান প্রযুক্তির পাতায় জার্মানিতে সিগারেটের স্বংয়ক্রিয় মেশিনে শিল্পকর্ম বের হচ্ছে, যুক্তরাষ্ট্রে রোগীর চেয়ে অর্থ বড়- এ সম্পর্কে, সমাজ জীবনে সিঙ্গাপুরের প্রধান মন্ত্রীর বাবা লি কুয়ান ইউ তাঁর লিখা ‘হার্ড ট্টুথ টু কিপ সিঙ্গাপুর’ বই-এ ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে রোষের স্বীকার, ভাইরাসের বিস্তার বাদুড় থেকে মানুষে ছড়ায় এবং সংস্কৃতি বিনোদনের পাতায় ম্যান অফ সিটুন ছবিতে ব্রিটিশ অভিনেতা হেনরিকে সুপারম্যান চরিত্রে দেখা যাবে- এসব বিষয়ে প্রতিবেদন পড়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

প্রথমে জানাই ওয়েবসাইটে স্পাইডারম্যানের ছবিটি খুব সুন্দর৷ আমি টিভিতে স্পাইডারম্যানের সিরিয়াল দেখে থাকি৷ অনেকদিন পর স্পাইডারম্যানের কথা লিখে আমাদের মত ছোটদের উৎসাহ দিয়েছেন৷ ডয়চে ভেলের ওয়েবসাইট যে একবার দেখবে সে ডয়চে ভেলের ওয়েবসাইট প্রতিদিন না দেখে থাকতে পারবেনা যেমন আমার হয়েছে৷ অর্পণ চট্টোপাধ্যায়, শাহানগর, মুর্শিদাবাদ৷ kanchan@yahoo.com