যেতে নাহি দিব | পাঠক ভাবনা | DW | 10.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যেতে নাহি দিব

শ্রদ্ধেয় আবদুস সাত্তার মহাশয়ের ডয়চে ভেলে থেকে বিদায় সত্যি আমাদের জন্য হৃদয়বিদারক৷ আমার ডি-এক্স জীবনের শুরু থেকেই ডয়চে ভেলেতে যে দুই পরিচিত কন্ঠ ...

সিভিলে গল্টে(এশিয়া বিভাগের প্রধান)আবদুস সাত্তার, গ্রেহেম লুকাস(দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান)

সিভিলে গল্টে(এশিয়া বিভাগের প্রধান)আবদুস সাত্তার, গ্রেহেম লুকাস(দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান)

এই হবি আমাকে আরো বেশি চর্চা করতে উদ্বুদ্ধ করেছিল, সে দু’জন ছিলেন আবদুস সাত্তার সাহেব আর আবদুল্লাহ আল-ফারূক সাহেব৷ আজকের অনুষ্ঠানে জানতে পারলাম ফারূক সাহেব নাকি শীঘ্রই ডয়চে ভেলে থেকে বিদায় নেবেন৷ সাত্তার সাহেব আর তারপর ফারূক সাহেব !!!!! ভাবতেই কেমন লাগছে৷ কিন্তু এটা তো প্রত্যেক চাকুরিজীবির জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি ঘটনা৷ তাই শ্রদ্ধেয় আবদুস সাত্তার সাহেব কে বলি ‘Happy & Sweet Retirement Life!!’ আশা করছি ইথারে না হলেও আগামীতে আপনাকে ফেসবুকে আর অন্যান্য মাধ্যমে আমাদের মাঝে পাবো৷ পৃথ্বীরাজ পুরকায়স্থ, পোথার, জোড়হাট, আসাম৷

আজ সকাল এবং রাতের ইনবক্সে ডয়চে ভেলের প্রাণ পুরুষ আবদুস সাত্তার-কে নিয়ে বিশেষ পরিবেশনাটি শুনলাম৷ রাতের ইনবক্সে একসাথে ডয়চে ভেলের অনেক বন্ধুর কন্ঠ শুনে চমৎকৃত হয়েছি৷ ইনবক্সের আয়োজনটি অনেক ভালো লাগলেও আবদুস সাত্তার ভাই এর বিদায় কোন মতেই মেনে নিতে পারছি না৷ শ্রোতাদের কাছ থেকে আবদুস সাত্তার ভাই এর বিদায়ী আয়োজন এত স্বল্প পরিসরে হওয়ায় আমাদের তথা শ্রোতাদের মনের মতো করে তৃপ্তি মেটে নাই এবং আমরা অনেক কষ্ট পেয়েছি৷ কারণ যিনি ডয়চে ভেলে বাংলা বিভাগের শুরু থেকে যাত্রা করেছেন, তাঁকে নিয়ে এত স্বল্প আয়োজন কখনো কল্পনা করা যায় না৷ ডয়চে ভেলের প্রাণ পুরুষ আবদুস সাত্তার-কে নিয়ে আমরা শ্রোতারাই পূর্ণাঙ্গ একটি পরিবেশনা চাই, যা থাকবে একান্তই শ্রোতাদের জন্য এবং তা হবে আবদুস সাত্তার এর সাথে শ্রোতাদের-ই অংশগ্রহণে৷ আজকের ইনবক্সে শ্রোতাদের ফোন-ইন এর মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা রাখা হলে, সেটি আরো বেশি চমৎকার হতো বলে আমাদের বিশ্বাস৷ ডয়চে ভেলের প্রাণ পুরুষ আবদুস সাত্তার ভাই এর বিদায় উপলক্ষে আমাদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করছি৷

স্মৃতি

সময় চলে যায়

আর কথা রয়ে যায়

হৃদপিন্ডের পাতায় পাতায়

দিন-রাত্রির স্বপ্ন মেলায়।।

ভুলে যেতে চাইলেও

ভুলা যায় না এমন কিছু স্মৃতি

আপন হৃদপিন্ডের আয়নায় যেন

অন্ধ রীতি।।

সুরের পাখি যেমন দূরে গেলেও

তার রেশ ফুরায় না,

তেমনি আবদুস সাত্তার ভাই এর বিদায় বেলার স্মৃতি

ভুলে যেতে চাইলেও

তারে ভোলা যায় না।।

আবদুস সাত্তার ভাই এর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধান্তে দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, ঢাকা৷

বন্ধুরা, দীর্ঘ ১৯ মিনিটের বিশেষ ইনবক্স-এর পুরোটা রয়েছে আমাদের পডকাষ্ট ফাইলে৷ যাদের ইন্টারনেটের সুবিধা রয়েছে তারা যে কোন সময় শুনে নিতে পারেন এই বিশেষ ইনবক্স৷

সৃষ্টির অমোঘ নিয়মে অবসর শব্দের শাসন মেনে ডয়চে ভেলেকে ছেড়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় সদা হাস্যময় আবদুস সাত্তার৷ যেতে নাহি দিব বলে ওনাকে আটকে রাখার সাধ্য আমাদের নেই৷ হাজার হাজার গুণমুগ্ধ অনুরাগীকে এফএম সংস্কৃতির/ মাল্টিমিডিয়ার সুখসাগরে ভাসিয়ে উনি চলে গেলেন...৷ অশ্রুসিক্ত করবো না ওনার চলার পথ বরং সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছিয়ে পরমেশ্বরের কাছে প্রর্থনা করবো – ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ৷ সাত্তার সাহেব ভালো থাকবেন৷ ডা. সিদ্ধার্থ সরকার ও চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

সাত্তার ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করি৷৩৫ বছর শ্রোতাদের সাথে থাকার জন্য জানাই ধন্যবাদ৷ অমিত বসু, জননী রেডিও লিসনার্স ক্লাব, ঘোষনগর, তাল, সাতক্ষীরা, বাংলাদেশ৷

সাত্তার ভাইয়ের বিদায়ে আমার হৃদয় ব্যথিত এ’বুকের বেদনা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি৷ আমার অন্তরে তুলেছে বিষাদ করুণ সুর৷ সাত্তার ভাই, আনুষ্ঠানিকভাবে আপনাকে বিদায় দিলেও আমার অন্তরে আপনি থাকবেন চির অম্লান৷ নাজমুল, গাইবান্ধা, বাংলাদেশ৷

সাত্তার ভাই আমাদের সাথে সুদীর্ঘ ৩৫ বছর আছেন৷ তাঁর বিদায়ের কথা শুনে মনটা যেন দুঃখের সাগরে ভেসে গেল৷ আসলে প্রিয় কোন কিছুকে বিদায় দিতে চায় না মন, কিন্তু মানুষের জীবন তো নদীর মতো বহমান, চিরদিন এক স্থানে থেমে থাকে না৷ যা হোক, আবদুস সাত্তার আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন তার অসাধারণ উপস্থাপনা ও নান্দনিক অনুষ্ঠান উপহার দেবার জন্য৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ইনবক্স-এর মাধ্যমে জানলাম আবদুস সাত্তার অবসর নিতে যাচ্ছেন৷ আর সে কারণেই তাঁর সাক্ষাৎকার প্রচার হলো৷ এই সাক্ষাৎকার মনে একটা বিষণ্ণতা নিয়ে এলো৷ সাত্তার সাহেব প্রকৃতপক্ষেই ছিলেন এক কিংবদন্তী বেতার শিল্পী৷ আমরা তাঁর অনুপস্থিতি বার বার উপলব্ধি করবো৷ আমরা তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি৷ বিধান সান্যাল, রেডিও মস্কো লিসনার্স ক্লাব, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

‘যেতে নাহি দিব, তবুও যেতে দিতে হয়’৷ ৯ জানুয়ারির সকাল ও রাতের বিশেষ ইনবক্সে ডয়চে ভেলে বাংলা বিভাগের ৩৫ বছরের পুরনো সহকর্মী আবদুস সাত্তার সাহেবের বিদায়ী অনুষ্ঠানটি শুনে আমরা ক্লাবের সবাই চোখের জল ধরে রাখতে পারি নাই৷ বাংলা বিভাগের ৩৬ বছর চলার পথে সাত্তার সাহেবের ৩৫ বছরের অবদান কম নয়৷ ডয়চে ভেলের কর্মীদের তালিকায় সাত্তার সাহেবের নাম চির স্মরণীয়, চির বরণীয় হয়ে থাকবে৷ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাত্তার সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি - মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ভাইয়া, সালাম নেবেন৷ ইচ্ছা ছিল বিদায় দেবার জন্য নিজের কন্ঠ মেল করবো কিন্তু নেট যোগাযোগ পেলাম না৷ তাই ইমেল করছি৷ দোয়া করি আপনার অবসর জীবন হোক সুন্দর ও শান্তি পূর্ণ৷ আপনার একান্ত, আশিক ইকবাল টোকন, রোজ ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, লক্ষ্মীপুর গ্রেটার রোড, রাজশাহী, বাংলাদেশ৷

প্রীতিভাজনেষু, কেমন আছেন আপনারা সবাই? সাত্তার ভাইয়ের বিদায়ে আমাদের মন খুবই খারাপ৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে আসায় তার অবদান অনস্বীকার্য৷ শত ইচ্ছা সত্ত্বেও তাঁকে ধরে রাখার উপায় নেই৷ যা হোক, তাঁর অবসর জীবন সুখের হোক, শান্তির হোক - এ কামনা মনেপ্রাণে করি৷ তাঁর বিদায় উপলক্ষে বিশেষ ইনবক্স অসাধারণ হয়েছে৷ পরিশেষে সাত্তার ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় আজকের মত বিদায়৷ সবাইকে উষ্ণ শুভেচ্ছা৷ আপনাদেরই, এসএম আবদুল্লাহ রানা, ডয়চে ভেলে ফ্যান ক্লাব,সুজানগর, পাবনা, বাংলাদেশ৷

জনাব সাত্তার ভাই,

আমরা শ্রোতাসংঘের অনুষ্ঠানে আপনার কন্ঠে শুনেছিলাম প্রথম চিঠিখানির উত্তর, প্রথম ক্লাব রেজিষ্ট্রেশনের খবর, প্রথম একটি ক্লাব হিসাবে আমাদের ক্লাবের নাম উচ্চারণ, প্রথমবারের মত সেরা ক্লাব হিসাবে আমাদের ক্লাবের নাম উচ্চারণ৷ মনে করে দেখুন, কারণ আমাদের ক্লাবের প্রতিটি মাইল ফলকে আপনার নামটি অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ অপনাকে অনুষ্ঠানে না পেলেও হৃদয়ের মণিকোঠায় উপলব্ধি করবো প্রতিনিয়ত৷

সাত্তার ভাই ও ফারূক ভাই জোট ছিলেন ডয়চে ভেলের প্রাণভোমরা৷ সময় এসে গেছে চলে যাচ্ছেন, ফারূক ভাইও চলে যাবেন৷ এই আসা যাওয়ার মাঝে যে স্মৃতিটুকু রেখে যাচ্ছেন আপনারা সেটুকু যেন শ্রদ্ধাবনত মস্তকে স্মরণে রেখে ডয়চে ভেলের ব্যানারে নিজেদের সম্পৃক্ত রাখতে পারি এ আশীর্বাদটুকু করবেন৷ আমরা চিরঋণী আপনার মহানুভবতার কাছে৷ যেখানে থাকুন ভাল থাকুন ঈশ্বর চরণে এ প্রার্থনা জানাই৷ আমরা কোনদিন আপনাকে ভুলতে পারবো না৷ ধন্যবাদ ও শুভেচ্ছান্তে, আপনার গুণমুগ্ধ ডাঃ বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রাণী ঘোষ সহ সকল সদস্যবৃন্দ৷ সন্ধ্যা মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷

সাত্তার ভাইকে শুধু বলি, তুমি রবে নীরবে শ্রোতাদের হৃদয়ের গোলাপী আঁধারে৷ সেখানে জ্বল জ্বল করে তুমি জ্বলবেই৷ প্রীতিমুগ্ধ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

সাত্তার ভাইয়ের বিদায়ের কথা শুনে মনটা কেঁদে উঠলো৷ গুড বাই সাত্তার ভাই৷ খালিদ হাসান, ইয়ং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

মাননীয় আবদুস সাত্তারদা, আপনার কর্মজীবন থেকে বিদায়ের খবর জেনে আমরা মর্মাহত হলাম৷ আপনার সুন্দর কন্ঠস্বর আর কোনদিন শুনতে পাবো না৷ আপনি কতদিন আমাকে ফোন করে ক্লাবের বিষয়ে জানতে চেয়েছেন ক্লাব কর্নার অনুষ্ঠানের জন্য৷ আপনার সে কন্ঠ এখনো আমার মনে গেঁথে আছে৷ প্রার্থনা করি আপনি ভালো থাকবেন, আমাদের মনে রাখবেন৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

শ্রদ্ধেয় সাত্তার সাহেবের অবসর গ্রহণের ইনবক্স শুনে মনটা খুব খারাপ হলো৷ তাঁর সুন্দর ও দীর্ঘ জীবন কামনা করি৷ অজয় ও তপতী সরকার, রেডিও শ্রোতাসংঘ, হটুদেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান, ভারত৷

আমাদের প্রিয় আবদুস সাত্তার ভাইয়ের অবসরের কথা শুনে মনটা বিষাদে ভরে গেলো৷ সাত্তার ভাই অবসর নিলেও আমাদের স্মৃতিতে তিনি সর্বদাই থাকবেন৷ তাঁর সুস্থ ও সুন্দর জীবন কামনা করি৷ ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ, জলিরপাড়, গোপালগঞ্জ৷

আব্দুস সাত্তারের বিদায়ে আমরা ব্যথিত ও মর্মাহত৷ আমরা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন সফল বলে মনে করি৷ সেতুবন্ধ ডি-এক্সিং ক্লাব, শেখ জিয়াউর রহমান, খরিতলা, কালিগঞ্জ৷