যেমনটা ঠিক আপনারা | পাঠক ভাবনা | DW | 22.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যেমনটা ঠিক আপনারা

কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের৷ কিছু মানুষ ও প্রতিষ্ঠান নিজের ও মনের...

ডয়চে ভেলেও ঠিক তেমন আমাদের নিজেদের৷ কিছু বন্ধু চির দিনের - যেমনটা ঠিক আপনারা৷ ডা. বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রানী ঘোষ, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷

চট্টগ্রাম সিটি নির্বাচনের ফলাফলের খবরে শ্বাসরূদ্ধকর পরিস্থিতির আঁচ পেলাম৷ সবুজ পৃথিবী পর্বে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতিতে নয়া কৃষি আন্দোলনের প্রাসঙ্গিক ভাবনার কথা জানলাম, ভালো লাগলো৷ আনিসুর রহমান, সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ৷

বর্তমানে ডয়চে ভেলে মানে কেবল মাত্র দুই বেলার রেডিও অনুষ্ঠান নয় , পাশাপাশি রয়েছে তার অনলাইন পরিষেবা৷ টুইটার, ফেসবুক, ওয়েবসাইট সবকিছুতেই ডয়চে ভেলে আমাদের সামনে হাজির৷ পছন্দ মতো যে কোনো মাধ্যমে যে কোন সময়ে আমরা ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে নিতে পারছি৷ অনুষ্ঠান এবং ওয়েবসাইট থেকে আমরা অনেক কিছু জানতে পারছি ফলে আমরা ভীষণভাবে উপকৃত হচ্ছি৷ ধন্যবাদ বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে আপনাদের বিশেষ প্রতিবেদন এবং ওয়েবসাইটে রাখা ছবি সহ নানা ধরনের তথ্য৷ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

ফুটবল নিয়ে আপনাদের দুই বেলার অনুষ্ঠানে যেভাবে প্রতিটি ম্যাচের ফলাফল ম্যাচের বিশেষ মুহূর্তের পর্যালোচনা আপনারা করছেন তা লিখে বোঝাতে পারবোনা৷ এতো ভালো লাগছে যে কোন প্রশংসাই যথেষ্ট নয়, ধন্যবাদ৷ রতন কুমার পাল, রেডিও লিসনার্স পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান শুনতে ভালো লাগে আর পড়তে ভালো লাগে ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট৷ রাজীব কুমার, শাওন ডি-এক্স কর্নার, হাশিমপুর, নাটোর৷