যৌনকর্মীর জানাজা সম্পর্কে পাঠকরা যা বলছেন | পাঠক ভাবনা | DW | 13.02.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যৌনকর্মীর জানাজা সম্পর্কে পাঠকরা যা বলছেন

যৌনকর্মীর জানাজা পড়ানো সঠিক কিনা?  তা নিয়ে ডয়চে ভেলের করা ফেসবুক লাইভে যৌনকর্মীর জানাজার পড়ানোর পক্ষে-বিপক্ষে পাঠকদের যেসব মন্তব্য উঠে এসেছে ফেসবুক পাতায়।

যৌনকর্মীর জানাজা ইসলামের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এ ঘটনা ইসলামকে বিকৃতরূপে উপস্থান করবে। পাশাপাশি এটি অব্যাহত থাকলে সমাজ থেকে পতিতাবৃত্তি কিংবা যৌন নির্যাতন বৃদ্ধি পাবে বলে মনে করছি। এই মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক শাকিল মুশফিক।

পাঠক সজিব খান তাঁর নিজের কোনো মতামত না জানিয়ে বিষয়টি তিনি ইসলামের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ইসলাম যদি বলে পড়ানো যাবে তাহলে কোন সমস্যা নাই। আর ইসলাম যদি না করে তাহলে কাজটা করা ঠিক হয় নাই।

এদিকে পাঠক আবদুল্লাহ আল মারুফ তার মতামত জানিয়েছেন এভাবে, অবশ্যই যৌনকর্মীদের জানাজা পড়ান সঠিক ও উত্তম। কেউ তো ইচ্ছা করে যৌনকর্মী হয় না! ঠেকাতে পড়ে তাঁরা যৌনকর্মী হয়। তাছাড়া যাদের জন্য তাঁরা আজ যৌনকর্মী হয় বা তাদের কাছে যৌনতৃপ্তি নিতে যায়, সেসব খদ্দরেদের জানাজা তো খুব ঘটা করে হয়, তখন তো কেউ প্রশ্ন তোলে না।

প্রথমবারের মতো এক যৌনকর্মীর জানাজা হলো

পাঠক রেজারুল করিমের মতামতও অনেকটা আবদুল্লাহ আল মারুফের মতো। তিনি লিখেছেন, যে সমাজে এরকম মানুষ একপ্রকার ট্যাবু, তাদের বেশির ভাগই এই সমাজেরই কিংবা তার নিজের পরিবারের অবহেলা বা বঞ্চনার সৃষ্টি। বাংলাদেশের যৌনকর্মীদের বেশির ভাগেরই পেটের দায়ে এই পেশা বেছে নিতে হয়েছে।

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকবন্ধু কামরুল হাসান মন্তব্য করেছেন, পতিতাবৃত্তি করলে কি অমুসলিম হয়ে যায়?যদি তা না হয় তাহলে ইসলাম যদি নিষেধ না করে তাহলে ওদের জানাজা পড়ানো হোক। আর আল্লাহ পাক বড় বিচারক বিচার করার ভার তার উপরই দেয়া হোক। ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকবন্ধু কামরুল হাসান  করেছেন এই মন্তব্য।

 পাঠক আমিরুল ইসলামও মনে করেন যৌনকর্মীর জানাজা পাড়ানো ভালো কাজ হয়েছে।

ভিন্ন মত পোষণ করেন পাঠক গাজি নুরুল ইসলাম নূর। তিনি বলছেন,  জানাজা দিছে বলে তো আর পতিতা বৃত্তি বৈধ হয়ে গেলো না। কোন মানুষ গরীব হলে পতিতাবৃত্তি করতে হবে এমনটা তো নয়।

 পতিতাপল্লী বন্ধ করা খুবই সহজ কিন্তু দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে রাষ্ট্রের জন্য কর্তব্য এবং রাষ্ট্রের উপর ফরজ- এই মন্তব্যটি পাঠক পাঠক আল আমিনের।

শেখ মোহাম্মদ নূর নবীর একেবাকে সোজা প্রশ্ন, পতিতাদের খদ্দেরদের যদি জানাজা হয়, তাহলে পতিতাদের জানাজা হবেনা কেন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন