রবীন্দ্রসঙ্গীত | পাঠক ভাবনা | DW | 21.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রবীন্দ্রসঙ্গীত

শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মশতবর্ষ স্মরণে নিবেদিত ‘নন্দন’ আমাদের হৃদয় জিতে নিলো৷ দেবব্রত বিশ্বাসের গাওয়া জার্মান ভাষায় রবীন্দ্রসঙ্গীতটি এক অসাধারণ প্রাপ্তি৷ পূরবী ...

মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ অনবদ্য৷ সমৃদ্ধ হলাম৷ ডা.সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত সবই ভালো শুধু গানের সময় বড্ড কম৷ মোঃ সালাউদ্দিন আকাশ জীবন, রূপনগর, মাঝপাড়া, পুঠিয়া, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বিশ্বসংবাদের এক মুগ্ধ শ্রোতা আমি৷ গুরুত্বপূর্ণ প্রতিটি খবরের বিশ্লেষণ উন্মোচিত করে আমাকে, সজাগ করে আমার মেধাকে আর বিকাশ ঘটায় আমার জ্ঞানের৷ এমএইচ রনি, ভোলা, বাংলাদেশ৷

আমরা শুনছি আপনাদের দুই বেলার অনুষ্ঠান৷ অনুষ্ঠান দারুণ উপভোগ করছি আর নিজেদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করছি৷ তবে আমরা কেবল আপনাদের বেতার অনুষ্ঠান শুনছি না, প্রতিদিন নিয়ম করে আপনাদের ওয়েবসাইট দেখে থাকি৷ ডয়চে ভেলের ওয়েবসাইট দেখার ফলে আমাদের আর আলাদা করে পত্রিকা পড়ার প্রয়োজন হয় না৷ বর্তমানে আপনাদের সকাল ও রাতের অনুষ্ঠানে প্রতিদিন সেই তারিখের স্মরণীয় ঘটনার উল্লেখ বা কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন দারুণ লাগছে৷ রতন কুমার পাল, রেডিও লিসনার্স ক্লাব, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আমরা রংপুর বেতারের মাধ্যমে ভিন্নমাত্রার খবর ও তথ্যবহুল অনুষ্ঠান শুনে খুবই আনন্দিত৷ শাকিল, রংপুর, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের একজন নতুন শ্রোতা৷ সব পরিবেশনা আমার খুব ভাল লাগে কারণ এতে বিশ্বসংবাদসহ আরো অনেক তথ্যবহুল ও মজার মজার খবর প্রচার করা হয়৷ মোঃ হারুন অর রশীদ, কালীগঞ্জ , গাজীপুর, বাংলাদেশ ৷

আমি ডয়চে ভেলের ওয়েবসাইট দেখে সারা বিশ্বের সংবাদ জানতে পারছি আর সেজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই৷ দুর্গা অধিকারী, ভারত৷

আজ সকালের অধিবেশনে বাংলাদেশের একগুচ্ছ খবর, যুদ্ধাপরাধীদের মামলা, সংবাদপত্রের শিরোনাম, অ্যামেরিকায় এমডিজি সম্মেলনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে রিপোর্ট, নতুন দিল্লির খাদ্য তালিকার ওপর রিপোর্ট, প্রতিমার গাওয়া রবীন্দ্রসঙ্গীত এবং ফিচার পর্ব নন্দনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মশতবর্ষের ওপর সাক্ষাৎকারমূলক সংক্ষিপ্ত প্রতিবেদন শুনে আমরা খুশি হয়েছি৷ তরতাজা বস্তুনিষ্ঠ রিপোর্ট, চমৎকার ফিচার আর নিখুঁত, নির্ভুল ও ত্রুটিমুক্ত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আজ সকালে শিল্পী দেবব্রত বিশ্বাসের গান ও পূরবী মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার দারুণ লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আপনাদের পাঠানো নিউজলেটার নিয়মিত পাচ্ছি, খুব ভালো লাগছে৷ চৈতালি সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷