রেডিও-আমার সঙ্গী | পাঠক ভাবনা | DW | 01.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রেডিও-আমার সঙ্গী

আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ রাতের অনুষ্ঠানই আমি ভালোভাবে উপভোগ করি৷ আমি এখন রাজশাহীতে চাকরি করছি, এখানে আমি নতুন এবং একা তাই ডয়চে ভেলেই আমার সঙ্গী৷ রাজশাহী ...

থেকে এফএম সম্প্রচার চালু করার জন্য ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ দেবব্রত মল্লিক, রাজশাহী, বাংলাদেশ৷

আজকের অনুষ্ঠানে বাংলাদেশের পত্রপত্রিকার সংবাদ শিরোনাম এবং খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিলো৷ তবে এর অনেককিছুই গতরাতে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জেনেছি বলে গুরুত্ব কিছুটা কম ছিলো৷ কানন রানী টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

গতকাল রাতের অনুষ্ঠানে অযোধ্যা মামলার রায় নিয়ে ডয়চে ভেলে থেকে অনেককিছু শুনবো আশা করেছিলাম কিন্তু আপনারা এতো সংক্ষেপে জানালেন কেন বুঝতে পারলামনা৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ওয়েবসাইটে আপনাদের মতামত পাতা আমার বেশ ভালো লাগে, কারণ সেখানে পরিচিত অনেকের মতামত দেখতে পাই৷ মাঝে মাঝে দুবেলাই আপনাদের ওয়েবসাইট দেখি৷ যতবারই দেখি কখনোই যেন ক্লান্তি লাগেনা৷ সব পাতাই পড়তে ইচ্ছে করে৷ পপি বৈদ্য, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ৷

আমি আপনাদের একজন নতুন শ্রোতা৷ আপনাদের এফএম অনুষ্ঠান প্রথমদিন শুনে এতো ভালো লেগেছে যে এখন না শুনে পারছিনা৷ আমি ডয়চে ভেলে রেডিও ডি-এক্সিং ক্লাব নামে একটি নতুন ক্লাবের সদস্য হয়েছি৷ বিপন হারি, কাশিমপুর, খুলনা, বাংলাদেশ৷

আমি খুলনা থেকে প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান খুব ভালো শুনতে পারি৷ আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ বেশি ভালো লাগে বিশ্বসংবাদ৷ এমএইচ সাধীন, খুলনা, বাংলাদেশ৷

গতরাতে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় প্রথমে ডয়চে ভেলে থেকে শুনলাম৷ মাদকাসক্তি বিষয়ে পরিবেশনাটি দারুণ ছিলো৷ এমএইচ রনি, জিএস রেডিও শ্রোতা ক্লাব, ভোলা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে৷ আমি আমার স্কুলের সকল বন্ধুদের শুনতে বলেছি এবং ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি৷ বিজ্ঞান ডটকম ভালো লাগে তাই এর জন্য সময় বাড়ানোর অনুরোধ করছি৷ আমি মোঃ সিকান্দার শেখ, মানিকগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের তথ্যবহুল আয়োজন আমার খুব ভালো লাগে তাই আমি আপনাদের শ্রোতা হতে চাই৷ আমাকে নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন৷ সাইফুল ইসলাম, রংপুর, বাংলাদেশ৷

dw-world.de/bengali ওয়েবসাইটি আমার জন্য খুবই উপকারী৷ যদি বিজ্ঞান সম্পর্কে আরো বেশি তথ্য থাকে তাহলে আরো বেশি কাজে লাগবে, ধন্যবাদ৷ সুরিত কুমার ব্যানার্জী, ভারত৷