লিবিয়ার অবস্থা খুবই উদ্বেগজনক | পাঠক ভাবনা | DW | 24.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

লিবিয়ার অবস্থা খুবই উদ্বেগজনক

ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, আজমপুর, কুষ্টিয়া থেকে এমএ রশিদ চৌধুরী লিখেছেন, লিবিয়ার বর্তমান অবস্থা খুবই উদ্বেগজনক৷ সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের জনগণসহ বাংলাদেশিদের অবস্থাও সংকটাপূর্ণ৷

ডয়চে ভেলের মাধ্যমে এসব খবর জেনে তিনি আন্তর্জাতিক মহলের সাহায্য কামনা করছেন৷

আপনাদের এত জনপ্রিয় রেডিও প্রোগ্রাম এফ এম তরঙ্গে ময়মনসিংহ থেকে শুনতে চাই, আশা করি আমাদের নিরাশ করবেন না৷ এই আবেদন মুহাম্মাদ আজিজুল হকের৷

আপনাদের রেডিও'র অনুষ্ঠান শোনা এবং ওয়েবসাইটে ঢুঁ মারা আমাদের নিত্য দিনের একটি অভ্যাসে পরিণত হয়েছে৷ সত্যি কথা বলতে কি অনুষ্ঠান না শুনলে আর ওয়েবসাইট ভিজিট না করলে আমাদের কিছুই ভাল লাগে না৷ তাই ঘুম থেকে উঠেই ঝটপট প্রিয় বেতার ডয়চে ভেলের মনোগ্রাহী অনুষ্ঠান শুনে নিই৷ তারপর দিবসের অন্যান্য কাজকর্ম করে থাকি৷ আর এই সব কাজকর্মের ফাঁকে নিজেদের ইচ্ছে মত ওয়েবসাইটে ঢুঁ মেরে থাকি৷ এই তো আজ সকালে এক নিমিষে ওয়েবসাইটের প্রতিটি পাতার প্রতিটি প্রতিবেদন পড়ে শেষ করলাম, খুব ভাল লেগেছে৷ তবে বিজ্ঞান প্রযুক্তির পাতায় পিঁপড়ার গতিবিধি থেকে ভূমিকম্পের পূর্বাভাস জানার গবেষণা চালাচ্ছেন- জার্মানির ডুইসবুর্গ এসেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ উলরিশ শ্রাইবার ও তাঁর সঙ্গীরা৷ বিশেষ ধরনের লাল রঙের কাঠ পিঁপড়ার গতিবিধি বলে দিতে পারবে কখন কোথায় ভূমিকম্প হবে৷ জার্মান বিজ্ঞানীদের গবেষণা ফলপ্রসূ হোক এবং বিশ্বের জনগণ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের মরণ থাবা থেকে মুক্তি পাক – এই শুভ কামনায় করি৷ আর এই চমৎকার তথ্যসম্বলিত সময়োপযোগী প্রতিবেদনটি ওয়েবসাইটে সন্নিবেশ করার জন্য প্রতিবেদককে সাদর অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

আজ অনেকদিন পর ১০২.০ এফএম তরঙ্গে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনতে পেলাম প্রায় ২০ মিনিট৷ আজ ভূমিকম্প ও পিঁপড়া নিয়ে অসাধারণ আলোচনা শুনে খুব ভালো লাগলো৷ পরিতোষ চট্টোপাধ্যায়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমি রংপুর শহর থেকে ২২ কিলোমিটার দূরে হারাগাছ থেকে মোবাইলের মাধ্যমে এফএম অনুষ্ঠান শুনছি৷ আপনাদের পরিবেশনাগুলোর মধ্যে বিজ্ঞান ডটকম, সুরের ভুবন, ক্যাম্পাস ইত্যাদি খুব ভালো লাগে৷ আমার অনুরোধ, অনুষ্ঠান শেষ করার আগে খবরের শিরোনামগুলো আর একবার পড়বেন৷ মোঃ রিয়াদ হাসান, সারাই নিউমুন্সি পাড়া, হারাগাছ, রংপুর৷

শিশু বিষয়ক অনুষ্ঠান, যেমন শিশুর পুষ্টি, শিশুর মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে পরিবেশনা চাই৷ এই প্রস্তাব দিয়েছেন চিঠিতে এসএমএ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে৷

আমি আপনাদের প্রতিটি অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে থাকি৷ আমি জার্মান ভাষা ও জার্মান সংস্কৃতি সম্পর্কে জানতে চাই৷ শফিউল ইসলাম, চক হরিপুর, কুষ্টিয়া৷

আমি জার্মান রেডিওর একেবারে নতুন শ্রোতা৷ আমি পড়াশোনার পাশাপাশি গান ও বিশ্বের নানা খবর শুনে তৃপ্তি পাই৷ বিশেষ করে আপনাদের কথা ও কণ্ঠস্বর আমাকে ভাবিয়ে তোলে৷ পরিতোষ মন্ডল, বাসন্তি, দক্ষিণ ২৪ পরগনা৷

আমি ভাবতে পারছি না, জাপানিরা কীভাবে এ সমস্যা কাটিয়ে উঠবে? আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি৷ প্রকৃতির এই নির্মম আঘাতে জাপান আজ অসহায়৷ আমরা অর্থ দিয়ে না পারলেও মানবিকভাবে জাপানের সাথে আছি৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই জাপানের খবরগুলো তুলে ধরার জন্য৷ সোহেল রানা হৃদয়, শংকরদিয়া, গোস্বামী দূর্গাপুর, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন