সাদা বড়দিন | পাঠক ভাবনা | DW | 23.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সাদা বড়দিন

আপনাদের সবার জন্য রইলো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা৷ মোঃ হোসেন, শিবপুর, নরসিংদী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের সবাইকে আমার পরিবারের সবার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানাই৷ বিধাতা আপনাদের মঙ্গল করুন৷ জয়ন্ত চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

ডয়চে ভেলের ওয়েবসাইট দেখলাম, গোটা ইউরোপ বরফে ঢেকে আছে৷ ২৫ ডিসেম্বর বড়দিন৷ কত মানুষের চরম দুর্ভোগ ডয়চে ভেলের ওয়েবসাইটে পড়লাম৷ বিশেষজ্ঞরা বলছেন এবার সাদা ক্রিসমাস দেখবে গোটা ইউরোপবাসী৷ এটা কিন্তু একটা দারুণ পাওয়া৷ অপর্ণা চ্যাটার্জী, লালবাগ, মুর্শিদাবাদ, ভারত৷

টাটকা বিশ্বসংবাদ এবং ফিচারগুলো ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে দারুণ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে৷ প্রতিদিনের অনুষ্ঠান আমাকে সারাদিন প্রাণবন্ত করে রাখে৷ এমএইচ রনি, ভোলা, বাংলাদেশ৷

মোবাইল হারিয়ে গিয়েছিলো তাই কিছুদিন শুনতে পারিনি৷ এখন আবার শুনছি এবং খুব ভালো লাগছে৷ আমার মেল পড়লে খুব খুশি হবো৷ মুরাদুল বাসার, সেনপাড়া, রংপুর, বাংলাদেশ৷

আজকে ওয়েবসাইটের লেখাগুলো পড়লাম, পড়ে আনন্দ, বেদনা, ভালো মন্দ সবই লাগলো৷মনোরঞ্জন বিশ্বাস, জলিরপাড়, গোপালগঞ্জ৷

বাসুদেব বাউল এর কন্ঠে আট কুঠুরি নয় দরজা গানটি আজ ২৩ ডিসেম্বর সকালের এফ এম অনুষ্ঠানে শুনলাম খুব ভালো লাগলো৷ পশ্চিমের জানালা পর্বে বাংলাদেশের জাহাজ শিল্পের উন্নতি ও রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে চাহিদার কথা শুনে ভালো লাগলো৷ বিধান চন্দ্র টিকাদার, সুশান্ত বৈদ্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

নিয়মিত ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখার সুযোগ হয় আমার৷ সত্যি বলতে কি এই ওয়েবসাইট দেখে মনে হয়, যা নেই রেডিওতে - তা আছে ওয়েবসাইটে| বিশ্বকে জানার জন্য সবচেয়ে সহজতম মাধ্যম হলো আপনাদের ওয়েবসাইট৷ আর এর সবকিছু আমরা পাই ছবিসহ প্রতিবেদন আকারে আপনাদের ওয়েবসাইট থেকে৷ তরতাজা রিপোর্ট এবং তথ্যপূর্ণ ফিচার উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷ অনেক প্রয়োজনীয় তথ্য পাই - যা আমার অনেক কাজে আসে৷ ডয়চে ভেলের সাথে থাকতে পেরে আমরা গর্ব বোধ করি৷মহ: হাফিজুর রহমান, চুপি, পূর্বস্থলী , বর্ধমান, ভারত৷

আমরা ডয়চেভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছি৷ আপনাদের প্রচারিত প্রতিটি পরিবেশনাই আমাদের খুব ভাল লাগে৷ আপনাদের প্রচারিত নিরপেক্ষ বিশ্বসংবাদ, বিশ্বের চলতি ঘটনা সম্পর্কে রিপোর্ট, পর্যালোচনা, সাক্ষাৎকার, খেলার খবর, ক্যাম্পাস, নন্দন, এই প্রজন্ম, সবুজ পৃথিবী, মোনালিসা, ইনবক্স, বিজ্ঞান ডটকম, হেল্থ লাইন,পশ্চিমের জানালা ইত্যাদি আমাদের খুবই প্রিয় অনুষ্ঠান৷ আমরা ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত আপনাদের অনুষ্ঠানমালা শুনে থাকি৷ আমি আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি৷ আজ সকালের অনুষ্ঠান শুনলাম৷ সাবিনা ইয়াসমিনের কন্ঠে ‘উচ্ছ্বল মন মোর’ গানটি খুব ভাল লেগেছে, তবে গানটি অল্প একটু বাজানো হল কেন তা বুঝলাম না৷ আশা করি এরপর গান বাজালে পুরো গান বাজানোর জন্য অনুরোধ রইল৷ জার্মানির রাজধানী বার্লিন পর্যটনের ক্ষেত্র ইটালির রাজধানী রোমকে ছাড়িয়ে যাওয়ার সংবাদ শুনে খুব ভাল লাগল৷ জার্মানির রাজধানী বার্লিন এর জন্য রইল আমাদের অভিনন্দন৷ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান এর সাক্ষাৎকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ মাসরাফি বিন মর্তুজার ইনজুরির ঘটনার কথা জেনে খারাপ লাগছে কারণ বাংলাদেশের ক্রিকেটে মাসরাফির অবদান অবিস্মরণীয়৷ আমরা তার দ্রুত সুস্থতা কামনা করিছ৷ হেল্থ লাইনে জার্মানিতে জলবায়ুর পরিবর্তন মানুষের শরীরের উপর যে প্রভাব ফেলে তার প্রতিকার করতে জার্মানিতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন শহরের পরিবেশ দপ্তরের রাষ্ট্রসচির ইউরগ্যান বেকারের মতামত শুনলাম৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া